বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬, ০৪:৪৯:৪১

ইয়েমেনে নারীদের কোরআন প্রতিযোগিতা শুরু

ইয়েমেনে নারীদের কোরআন প্রতিযোগিতা শুরু

ইসলাম ডেস্ক : ইয়েমেনে মহিলাদের বাৎসরিক কুরআন প্রতিযোগিতার কার্যক্রম গত ১৪ জুন মঙ্গলবার ‘ইব’ প্রদেশে শুরু হয়েছে।

ইয়েমেনা খবরের উদ্ধৃতি দিয়ে ইকনার এক প্রতিবেদনে জানা যায়, ইয়েমেনের ‘ইব’ প্রদেশের ‘ইমাম বাইহানি’ দাতব্য সংস্থার উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রদেশের বিভিন্ন কোরআন ইনস্টিটিউটের ১ হাজারেরও বেশী মহিলা প্রতিদ্বন্দী অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতাটি গতকাল (মঙ্গলবার, ১৪ জুন) শুরু হয়েছে।

ইমাম বাইহানি দাতব্য সংস্থার পরিচালক শেইখ খালিল রাশিদি এ সম্পর্কে জানিয়েছেন, প্রতিযোগিতা মোট ৪টি বিভাগে (৫, ১০ ও ২০ পারা হেফজ এবং পূর্ণ কোরআন শরিফ হেফজ) অনুষ্ঠিত হচ্ছে।

তিনি বলেন, আল-হিকমাহ ও ইহসান দাতব্য সংস্থা, মুয়াজ ও আল-ফাদ্বিলাহ হেফজ ইনস্টিটিউট, রুকাইয়া ও আস-সাফওয়াহ ইসলামি কেন্দ্র এবং ইব প্রদেশের হেফজ বিষয়ক দাতব্য সংস্থাসহ বিভিন্ন সংস্থার শিক্ষার্থিরা এতে অংশগ্রহণ করছেন।
১৬ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে