রবিবার, ১৯ জুন, ২০১৬, ০৮:২৪:১৭

আলহামদুলিল্লাহ, জাকির নায়েকের কাছে প্রশ্ন করে উত্তর পেয়ে ইসলাম গ্রহণ করলেন ৮ ব্যক্তি

আলহামদুলিল্লাহ, জাকির নায়েকের কাছে প্রশ্ন করে উত্তর পেয়ে ইসলাম গ্রহণ করলেন ৮ ব্যক্তি

ইসলাম ডেস্ক : প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ড. জাকির নায়েকের কাছে প্রশ্ন করে তার সঠিক উত্তর পেয়ে সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী ৮ ব্যক্তি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

শুক্রবার সেখানকার রশিদ বিন মোহাম্মদ রমজান গ্যাদারিং-এ বিভিন্ন দেশের ১৫ হাজারেরও বেশি নারী পুরুষের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ড. জাকির নায়েক।

ভারতীয় এই ইসলামী চিন্তাবিদ দু’ঘন্টা ধরে তার বক্তব্য রাখেন।  তার আলোচনা শুনে ৮ ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেন।  এর মধ্যে ৫ জন পুরুষ ও তিনজন নারী।  

অনলাইন খালিজ টাইমস লিখেছে, ধর্মান্তরিত হয়ে মুসলিম হওয়া এসব মানুষ ভারত, ফিলিপাইন, উগান্ডা, নাইজেরিয়ার।  ওই অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও শ্রোতারা ইসলাম, খিস্ট্রান ধর্ম ও হিন্দু ধর্ম নিয়ে ড. জাকির নায়েকের কাছে প্রশ্ন করেন।

বৃহস্পতিবার তিনি বক্তব্য রাখেন ‘মিডিয়া অ্যান্ড ইসলাম’ বিষয়ের ওপর।  এতে  ড. জাকির নায়েক বলেন, আন্তর্জাতিক মিডিয়া ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে।
১৯ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে