মঙ্গলবার, ২১ জুন, ২০১৬, ১০:৩৮:২৫

মুসলমানদের আচরণে মুসলমান হলেন ৯ চীনা

মুসলমানদের আচরণে মুসলমান হলেন ৯ চীনা

ইসলাম ডেস্ক : নয় চীন শ্রমিক সৌদি আরবের একটি মসজিদের পাশে কার্টন বক্সের মধ্যে ঘুমাচ্ছিল। পরে কয়েকজন মুসল্লির সহযোগিতায় ওই শ্রমিকদের মসজিদের বাগানের পাশে থাকার ও খাওয়ার ব্যবস্থা করে দেন ওই মসজিদের ইমাম ড। ওয়ালিদ আজাজি।

ওয়ালিদ আজাজি বলেন, নয় মাসের বেতন না পেয়ে এবং দুর্ব্যবহারের কারণে ওই শ্রমিকরা তাদের কোম্পানি ছেড়ে আসেন। এতে সৌদি আরবের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়।

অমুসলিম হওয়ায় তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হবে এমনটা ভেবে ভয়ে ছিলেন ওই শ্রমিকরা। তবে ইমাম ও মুসল্লিদের আচরণে ওই শ্রমিকদের ভুল ধারণা দূর হয়ে যায়। তাদের কাছে ইসলামের সঠিক মর্মকথা এবং সত্যিকার মুসলমানের চরিত্র তুলে ধরেন ইমাম। কিন্তু তাদের সঙ্গে সম্পূর্ণ মানবিক আচরণ করা হলে তারা বিস্মিত হন। এছাড়া ওই ইমাম শ্রমিকদেরকে তাদের দূতাবাসের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা এবং দেশে ফেরত পাঠানোর চেষ্টা চালিয়ে যান।

শেষ পর্যন্ত মুসলমানদের হৃদ্যতাপূর্ণ আচরণে সন্তুষ্ঠ হয়ে ওই নয় চীনা শ্রমিক ইসলাম গ্রহণ করেন। তারা শুক্রবার প্রথম জুমা আদায় শেষে দেশে ফিরে যাবেন বলে জানান।

নয়জনের একজন বলেন, আমরা খুব শিগগিরই আমাদের দেশে ফিরে যাচ্ছি। কিন্তু সঙ্গে নিয়ে যাচ্ছি নতুন ধর্ম এবং ওই মহান মানুষগুলোর কিছু মধুর স্মৃতি যারা তাদের ভালো আচরণ, হৃদ্যতা ও ভদ্র ব্যবহারে এই মহান ধর্মের আলোয় আমাদের আলোকিত করেছেন।-আরব নিউজ
২১ জুন ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে