বুধবার, ২২ জুন, ২০১৬, ০৪:২০:৪৯

তুরস্কের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ আবদুল আখের

তুরস্কের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ আবদুল আখের

ইসলাম ডেস্ক : সম্প্রতি তুরস্কে ৪র্থতম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় হেফজ বিভাগে প্রথম স্থানের অধিকারী হয়েছেন বাংলাদেশের টাঙ্গাইল জেলার হাফেজ আবদুল আখের।

১৭বছর বয়সী হাফেজ আবদুল আখের টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানার মাওলানা আবদুল আলিম ও আকলিমা বেগমের সুযোগ্য কনিষ্ঠ সন্তান।

তুরস্কে ৪র্থতম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা উত্তীর্ণদের উপস্থিতিতে সেদেশের ৩৬ শহরের কোরআন মাহফিলের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিযোগিতায় উত্তীর্ণদের সাথে তুরস্কের বেশ কয়েকজন কারি ও হাফেজ উক্ত কোরআন মাহফিলে অংশগ্রহণ করছে।

৪র্থতম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার তিলাওয়াত বিভাগে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের প্রতিনিধি পর্যায়ক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানের অধিকারী হয়েছেন এবং হেফজ বিভাগে বাংলাদেশের টাঙ্গাইল জেলার হাফেজ আবদুল আখের প্রথম স্থানের অধিকারী এবং সোমালিয়ার প্রতিনিধি দ্বিতীয় স্থানের অধিকারী হয়েছেন।

প্রতিযোগিতায় উত্তীর্ণ এই চার প্রতিযোগী উক্ত কোরআন মাহফিলে অংশগ্রহণ করেছেন। উক্ত কোরআন মাহফিল ১৯ই জুন শুরু হয়েছে এবং একাধারে ২৬শে জুন পর্যন্ত অব্যাহত থাকবে।
২২ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে