বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬, ০২:৫১:৩৮

ছোট্ট এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তার বান্দার মনের আশা-আকাঙ্খা পূরণ করেন

ছোট্ট এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তার বান্দার মনের আশা-আকাঙ্খা পূরণ করেন

ইসলাম : পবিত্র রমজান দোয়া কবুলের সর্বোত্তম সময়। এই মাসে প্রতিটি আমলের সওয়াব কয়েকগুণ বৃদ্ধি করে দেয়া হয়। আজ রমজানের ১৭তম রোজা। এই দিনের দোয়া:

اَللّـهُمَّ اهْدِني فيهِ لِصالِحِ الاَْعْمالِ، وَاقْضِ لي فيهِ الْحَوائِجَ وَالاْمالَ، يا مَنْ لا يَحْتاجُ اِلَى التَّفْسيرِ وَالسُّؤالِ، يا عالِماً بِما في صُدُورِ الْعالَمينَ، صَلِّ عَلى مُحَمَّد وَآلِهِ الطّاهِرينَ .

উচ্চারণ : আল্লাহুম্মাহ-দিনি ফিহি লি-সালিহিল আ’মাল; ওয়া আক্বদি লি ফিহিল হাওয়া-ইঝা ওয়াল আ’মাল; ইয়া মান লা ইয়াহতাঝু ইলাত তাফসিরি ওয়াস সাওয়াল; ইয়া আ’লিমান বিমা ফি সুদুরিল আ’লামিন; সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলিহিত ত্বাহিরিন।

অর্থ : হে আল্লাহ! এ দিনে আমাকে সৎকাজের দিকে পরিচালিত কর। হে মহান সত্ত্বা যার কাছে প্রয়োজনের কথা বলার ও ব্যাখ্যা দেয়ার দরকার হয় না। আমার সব প্রয়োজন ও আশা-আকাঙ্খা পূরণ করে দাও। হে তাবত দুনিয়ার রহস্যজ্ঞানী ! হযরত মুহাম্মদ (সঃ) এবং তাঁর পবিত্র বংশধরদের ওপর রহমত বষর্ণ কর।

মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সৎকাজের দিকে ধাবিত করুন। সবার মনের আশা ও আকাঙ্ক্ষা পূরণ করুন। আমীন
২৩ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে