বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬, ০৮:৪৫:১৯

আলহামদুলিল্লাহ, ওয়াশিংটনে পবিত্র কোরআনের প্রাচীন পাণ্ডুলিপির প্রথম প্রদর্শনী

আলহামদুলিল্লাহ, ওয়াশিংটনে পবিত্র কোরআনের প্রাচীন পাণ্ডুলিপির প্রথম প্রদর্শনী

ইসলাম ডেস্ক : আমেরিকার ওয়াশিংটন সিটিতে অক্টোবর মাসে প্রথমবারের মত পবিত্র কোরআন প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত কোরআন প্রদর্শনী ১৫ই অক্টোবরে ওয়াশিংটনের 'আর্থার সিকলার' গ্যালারিতে অনুষ্ঠিত হবে।

এই প্রদর্শনীতে তুরস্কের ইস্তাম্বুলের ইসলামিক আর্ট মিউজিয়ামের কোষাগার থেকে ৪৮টি হস্তলিখিত পবিত্র কোরআনের প্রাচীন পাণ্ডুলিপি প্রদর্শন করা হবে। এছাড়াও পাণ্ডুলিপি, আর্ট গ্যালারিতে এবং ফ্রেইরে যা এশীয় আর্ট মিউজিয়াম স্মিথসোনিয়ান তা প্রদর্শন করা হবে।

এই প্রদর্শনী ১৫ অক্টোবর এবং আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে, কাজ শুরু করবে। আর তা ২০ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত অব্যাহত থাকবে। প্রদর্শনীর ফাঁকে সেখানে কোরআন ও ইসলাম সম্পর্কে বিতর্ক এবং আলোচনাও হবে।

এই প্রদর্শনীর এক পরিচালক মাসূমা ফারহাদ বলেন, এই প্রদর্শনী ভিন্ন গল্প প্রস্তাবনার একটি বড় সুযোগ। তিনি এই প্রদর্শনীকে 'কোরআনের গুরুত্বের উপর ফোকাস করার একটা সুযোগ হিসাবে উল্লেখ করেন।

এই প্রদর্শনীতে সহস্রাব্দের পুরনো কোরআন থাকবে এবং সপ্তম ও অষ্টম শতাব্দী থেকে শুরু করে সপ্তদশ শতাব্দী পর্যন্ত রয়েছে।

মিসর, সিরিয়া, আফগানিস্তান, ইরান, তুরস্ক ও ইরাকের অন্তর্গত হস্তলিখিত কোরআন শরিফ যেগুলো মূল্যবান শিল্পকর্ম হিসাবে তুরস্কের যাদুঘরে স্থানান্তর করা হয়েছে,সেসব কোরআন শরিফও দর্শনার্থীদের পরিদর্শনের জন্য প্রদর্শনীতে উপস্থাপন করা হবে।
২৩ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে