শুক্রবার, ২৪ জুন, ২০১৬, ০৪:১৩:১৩

বায়তুল মোকাররমে ৭দিনব্যাপি কিয়ামুল লাইল নামাজ আদায় করা হবে

বায়তুল মোকাররমে ৭দিনব্যাপি কিয়ামুল লাইল নামাজ আদায় করা হবে

ইসলাম ডেস্ক:“কিয়ামুল লাইল” নামাজের প্রসঙ্গ। মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য পরস্পরের নিকট এই দাওয়াত।পবিত্র মক্কা শরীফে এবং মদীনা শরীফে, পবিত্র রমজান মাসে, জামাতে তাহাজ্জুদের নামাজ আদায় করা হয়। তারাবিহ্ ছাড়াও, পবিত্র মক্কা ও মদীনা শরীফে, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে, কোরান শরীফ খতম করা হয়। জামাতে তাহাজ্জুদের নামাজকে ধর্মীয় পরিভাষায় “কিয়ামুল লাইল” নামাজ বলা হচ্ছে। কিয়াম অর্থ: দাঁড়ানো এবং লাইল অর্থ: রাত্রি। সম্মিলিত ভাব-অর্থ: “মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে, দণ্ডায়মান থাকার জন্য নামাজে রত থাকা এবং রমজানুল মুবারকে সেটা সম্মিলিতভাবে আদায় করা।তাই আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য বাংলাদেশের কেন্দ্রীয় জামে মসজিদে “পবিত্র রমজান মাস উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আগামী ২৬ জুন থেকে ২ জুলাই (২০ রমজান দিবাগত রাত থেকে ২৬ রমজান) পর্যন্ত সাত দিনব্যাপি কিয়ামুল লাইল নামাজ আদায় করা হবে। প্রতিদিন রাত ১২টা থেকে রাত ৩টার মধ্যে এই নামাজ আদায় করা হবে।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সাত দিনে কিয়ামুল লাইল নামাজে তিলাওয়াতের মাধ্যমে পবিত্র কুরআন শরীফ এক খতম সম্পন্ন করা হবে।

কিয়ামুল লাইল নামাজে আগ্রহী মুসল্লিদেরকে অংশগ্রহণ করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, পৃথিবীর সকল জায়গায় জামাতে তারাবিহর নামাজ এবং কোরান খতম হওয়ার রেওয়াজ পুরানো। তবে বহুদিন ধরে পবিত্র মক্কায় এবং মদীনায় পবিত্র রমজান মাসে জামাতে তাহাজ্জুদের নামাজ আদায় করা হয়। তারাবিহ্ ছাড়াও, পবিত্র মক্কা ও মদীনায় তাহাজ্জুদের নামাজের মাধ্যমে কোরান শরীফ খতম করা হয়।  

বাংলাদেশে অনেক জায়গায় কিয়ামুল লাইল নামাজ অনুষ্ঠিত হয়।

২৪জুন২০১৬/এমটিনিউজ২৪.কম/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে