শুক্রবার, ২৪ জুন, ২০১৬, ০১:৪৫:৪৮

রমজান ১৮, এই দোয়াটি পাঠ করলে আল্লাহর নূরে অন্তর আলোকিত হয়

রমজান ১৮, এই দোয়াটি পাঠ করলে আল্লাহর নূরে অন্তর আলোকিত হয়

ইসলাম ডেস্ক : আজ শুক্রবার। পবিত্র রমজানের দ্বিতীয় দশক তথা মাগফেরাতের ১০ দিনের দ্বিতীয় জুমা। এ দশকে মহান আল্লাহ তা'আলা তার বান্দার গোনাহ মাফ করে দেন। জুমার দিন এমনিতেই দোয়া কবুলের দিন।

১৮তম রমজানের দোয়া:
 اَللّـهُمَّ نَبِّهْني فيهِ لِبَرَكاتِ اَسْحارِهِ، وَنَوِّرْ فيهِ قَلْبي بِضياءِ اَنْوارِهِ، وَخُذْ بِكُلِّ اَعْضائي اِلَى اتِّباعِ آثارِهِ، بِنُورِكَ يا مُنَوِّرَ قُلُوبِ الْعارِفينَ .

উচ্চারণ : আল্লাহুম্মা নাব্বিহনি ফিহি লি-বারাকাতি আসহারিহি; ওয়া নাওয়্যের ফিহি ক্বালবি বি-দিয়ায়ি’ আনওয়ারিহি; ওয়া খুজ বি-কুল্লি আ’দায়ি’ ইলাত তিবায়ি’ আছারিহি; বি-নুরিকা ইয়া মুনাওয়্যিরা ক্বুলুবিল আ’রিফিন।

অর্থ : হে আল্লাহ! এ দিনে আমাকে সেহরির বরকতের ওসিলায় সচেতন ও জাগ্রত করে তোল। সেহরির নূরের ঔজ্জ্বল্যে আমার অন্তরকে আলোকিত করে দাও। তোমার নূরের ওসিলায় আমার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে তোমার নূরের প্রভাব বিকশিত কর। হে সাধনাকরীদের অন্তর আলোকিতকারী।

মহান আল্লাহ তায়ালা আমাদের সবার অন্তর তার নূরে আলোকিত করুন। আমীন
২৪ জুন, ২০১‌৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে