শুক্রবার, ২৪ জুন, ২০১৬, ০৬:২৩:২৫

ইরাকে ফেইসবুক ব্যবহারকারীদের জন্য কোরআন প্রতিযোগিতা

ইরাকে ফেইসবুক ব্যবহারকারীদের জন্য কোরআন প্রতিযোগিতা

ইসলাম ডেস্ক : ইমাম আলী (রা.) এর মাজার পরিচালনা পরিষদের দারুল কোরআনের গণমাধ্যম বিষয়ক বিভাগের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে ফেইসবুক ব্যবহারকারীদের উদ্দেশ্যে আয়োজিত এ প্রতিযোগিতা দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হচ্ছে। দারুল কোরআনের ওয়েব সাইটের বরাত দিয়ে ইকনার এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

এ প্রতিযোগিতায়, প্রতি সপ্তাহে তেলাওয়াতসহ বিভিন্ন বিষয়ে করা প্রশ্নাবলির উত্তর প্রদান করে থাকেন প্রতিদ্বন্দীরা।

গতবছর এ প্রতিযোগিতা ইন্টারনেট ব্যবহারকারীদের মাঝে ব্যাপক সাড়া জাগানোর কারণে ইমাম আলী (রা.) এর মাজার পরিচালনা পরিষদের সাথে সম্পৃক্ত দারুল কোরআনের গণমাধ্যম বিভাগ এ প্রতিযোগিতা দ্বিতীয়বারের জন্য আয়োজনে প্রেরণা যুগিয়েছে।

এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে ২ লক্ষ ৫০ হাজার, দ্বিতীয় স্থান অধিকারীকে ২ লক্ষ এবং তৃতীয় স্থান অধিকারীকে ১ লক্ষ দিনার নগদ অর্থ পুরস্কার প্রদান করা হবে।

উল্লেখ্য, পবিত্র রমজান মাস এবং শবে কদর উপলক্ষে বিভিন্ন কর্মসূচী ইমাম আলী (রা.) এর মাজার কমিটির পক্ষ থেকে গৃহীত হয়েছে; দলীয়ভাবে কোরআন খতম করা ও কোরআনিক জলসা ইত্যাদি এ সকল কর্মসূচীর অন্তর্ভুক্ত।
২৪ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে