শনিবার, ২৫ জুন, ২০১৬, ০৪:৪৩:১৩

কাতার আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের রায়হানের কৃতিত্ব

কাতার আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের রায়হানের কৃতিত্ব

ইসলাম ডেস্ক : হাফেজ আবু রায়হান ইতিপূর্বে 'আর টিভি'তে হেফজুল কোরআন প্রতিযোগিতায় গোটা দেশের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছিল।

নারায়ণগঞ্জের আড়াইহাজার জেলার ক্ষুদে হাফেজ আবু রায়হান কাতার আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করেছেন। মোট ৫১টি দেশের প্রতিযোগিরা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।
 
রায়হান উপজেলার বল্লভদী আল-ইসলাহ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার শিক্ষক মুফতি আবদুল কাইয়ুম জানান, কাতারে চতুর্থ স্থান অধিকার করায় এবার পবিত্র রমজান মাসে কুয়েত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সুযোগ পেয়েছে ক্ষুদে হাফেজ আবু রায়হান।

জানা গেছে, হাফেজ আবু রায়হান ইতিপূর্বে 'আর টিভি'তে হেফজুল কোরআন প্রতিযোগিতায় গোটা দেশের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছিল।
 
রায়হান আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের উদয়দী গ্রামের মো. শহিদুল্লাহর ছেলে। তিন ভাই এক বোনের মধ্যে রায়হান মেঝো। তার বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
২৫ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে