শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৫৮:১১

ছোট্ট এই আমলটি করলে কিয়ামতের মাঠে মহানবী (সা.) সুপারিশ করবেন

ছোট্ট এই আমলটি করলে কিয়ামতের মাঠে মহানবী (সা.) সুপারিশ করবেন

ইসলাম ডেস্ক: আখিরাতের সর্বশেষ স্তর হলো কিয়ামত বা শেষ বিচার। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাঁর বান্দা-বান্দীদের নিজে বিচার করে রায় দেবেন। সেদিনই নির্ধারণ হবে কোন বান্দা জান্নাত লাভ করবে আর কোন বান্দা জাহান্নামের আগুনে জ্বলবে।

কেয়ামতের দিন সব মানুষই অত্যন্ত পেরেশান অবস্থায় থাকবে এবং আল্লাহর বিচারের সামনে অসহায় হয়ে পড়বে। সেদিন আল্লাহর রহমত না হলে কারো মুক্তির কোনো আশা থাকবে না। সেদিন রাসুল [সা.] আপন উম্মতের মধ্যে অনেকের জন্যে আল্লাহ তায়ালার কাছে বিশেষভাবে সুপারশি করবেন । আল্লাহ তায়ালা তার সুপারিশ কবুল করবেন ।

হাদিসে জুমার দিন ও রাতে অধিক পরিমাণে দরূদ শরিফ পাঠ করার বিশেষ ফজিলতের কথা বলা হয়েছে। যারা এদিন দরূদ পাঠ করবে আখেরাতে তাদের জন্য সুসংবাদ অপেক্ষা করছে। এ প্রসঙ্গে হাদিসে এসেছে, রাসুল [সা.] ইরশাদ করেছেন, জুমার দিনে ও রাতে আমার প্রতি বেশি করে দরূদ পাঠ করো। যে ব্যক্তি বেশি দরূদ পাঠ করবে, কেয়ামতের দিন আমি তার জন্য আল্লাহ সামনে সাক্ষ্য প্রদান করব এবং সুপারিশ করব। [বাইহাকি]
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে