মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬, ০৪:৫২:০৪

কোন রাতটি ‘লাইলতুল ক্বদর বা মহিমান্বিত রজনী’?

কোন রাতটি ‘লাইলতুল ক্বদর বা মহিমান্বিত রজনী’?

মুনিরুল ইসলাম মাহদী: ১. এ রাতটি রমযানের শেষ দশকে। রাসূল সা. বলেছেন:
تَحَرُّوْا لَيْلَةَ الْقَدْرِ فِي الْعَشْرِ الأوَاخِرِ مِنْ رَمَضَانَ
“রমযানের শেষ দশদিনে তোমরা ক্বদর রজনী তালাশ কর।” (বুখারী, মুসলিম, তিরমিযি, আহমাদ, মুয়াত্তা, তালখিসুল হাবীর, মুসান্নাফ)
২. আর এটি রমযানের শেষ দশকের বেজোড় রাতে হওয়ার সম্ভাবনা বেশী। রাসূল সা. বলেছেন :
تَحَرُّوْا لَيْلَةُ الْقَدْرِ فِي الْوِتْرِ مِنَ الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ
“তোমরা রমযানের শেষ ১০ দিনের বেজোড় রাতগুলোতে ক্বদরের রাত খোঁজ কর।” (বুখারী, মুসলিম, তিরমিযি, আহমাদ, মুয়াত্তা, তালখিসুল হাবীর, সুনানে কোবরা, মুসান্নাফ)
৩. এ রাত রমযানের শেষ সাত দিনে হওয়ার সম্ভাবনা বেশী। রাসূল সা. বলেছেন :
فَمَنْ كَانَ مُتَحَرِّيْهَا فَلْيَتَحَرِّهَا فِي السَّبْعِ الأَوَاخِرِ
“যে ব্যক্তি লাইলাতুল ক্বদর (ক্বদরের রাত) অন্বেষণ করতে চায়, সে যেন রমযানের শেষ সাত রাতের মধ্য তা অন্বেষণ করে।” (বুখারী, মুসলিম, আহমাদ, মুয়াত্তা, সুনানে কোবরা, ইবনে খুজাইমা, মুজামুল আওসাত, কাবীর)
৪. রমযানের ২৭ শে রজনী লাইলাতুল ক্বদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশী।
ক. উবাই ইবনে কাব রা. হতে বর্ণিত:
وَاللهِ إِنِّيْ لأَعْلَمُ أَيُّ لَيْلَةٍ هِيَ اللَّيْلَةُ الَّتِيْ أَمَرَنَا رَسُوْلُ اللهِ -صلى الله عليه وسلم- بِقِيَامِهَا هِىَ لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِيْنَ
আল্লাহর শপথ করে বলছি, আমি যতদূর জানি রাসূল সা. আমাদেরকে যে রজনীকে ক্বদরের রাত হিসেবে কিয়ামুল্লাইল করতে নির্দেশ দিয়েছিলেন, তা হল- রমযানের ২৭ তম রাত। (মুসলিম/১২৭৮, তিরমিযি, আহমাদ, সুনানে কোবরা, ইবনে খুজাইমা, মুজামুল আওসাত, আবু দাউদ, মুসান্নাফ)
খ. আব্দুল্লাহ বিন ‘উমার থেকে বর্ণিত, রাসূল সা. বলেছেন :
مَنْ كَانَ مُتَحَرِّيْهَا فَلْيَتَحَرِّهَا لَيْلَةَ السَّبْعِ وَالْعِشْرِيْنَ
“যে ব্যক্তি ক্বদরের রাত অর্জন করতে ইচ্ছুক, সে যেন তা রমযানের ২৭শে রজনীতে অনুসন্ধান করে। (আহমাদ/৪৭৯৩, তালখিসুল হাবীর, মুসান্নাফ, মাজমাউল যাওয়ায়েদ)
৫. হাদীস বিশারদ ও মুহাক্কিক ওলামায়ে কিরামের মতে- ক্বদরের রাত হওয়ার ব্যাপারে সম্ভাবনার দিক থেকে প্রথম ২৭ তারিখ, দ্বিতীয় ২৫ তারিখ, তৃতীয় ২৯ তারিখ, চতুর্থ হল ২১ তারিখ ও পঞ্চম হল ২৩ তারিখের রজনী। (আল্লাহই সর্বাধিক অবগত)
লেখকঃ ইসলামী ব্যাংকার ও শরীয়াহ বিশেষজ্ঞ।
২৮ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে