বুধবার, ২৯ জুন, ২০১৬, ০১:১৯:১২

আফ্রিকায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশের ক্ষুদে হাফেজ

আফ্রিকায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশের ক্ষুদে হাফেজ

ইসলাম ডেস্ক : পূর্ব আফ্রিকার একটি দেশ তানজানিয়া। আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয় এখানে। ২২ জুন থেকে এখানে শুরু হয় কোরআন প্রতিযোগিতার আসর।

এখানে আফ্রিকায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশের ক্ষুদে হাফেজ। এর আগে তানজানিয়ায় এই কীর্তি দেখাতে পারেননি বাংলাদেশের কেউ। হাফেজের নাম আহমাদ আবদুল্লাহিল আজহার। এখানে তৃতীয় হয়েছেন তিনি।

তার গ্রামের বাড়ি পিরোজপুরে। আজহারের বাবা ইঞ্জিনিয়ার আকতার হোসেন। আজহার আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী নাজমুল হাসান কর্তৃক পরিচালিত তাহসিন ইন্টারন্যাশনাল হেফজ মাদ্রাসার ছাত্র।

বিশ্বের ৬৭টি দেশ অংশ নেয় তানজানিয়ার রাজধানী দারুসসালামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায়। তানজানিয়ার সাবেক প্রেসিডেন্ট আলী হাসান মুঈনি ও বর্তমান প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন।
২৯ জুন ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে