শুক্রবার, ০১ জুলাই, ২০১৬, ১০:১১:৩২

পবিত্র রমজানে জুমার নামাজ পড়ছেন কেনিয়ার মুসলমানরা

পবিত্র রমজানে জুমার নামাজ পড়ছেন কেনিয়ার মুসলমানরা

ইসলাম ডেস্ক : পূর্ব আফ্রিকার একটি দেশ কেনিয়া। দেশটিতে বহু জাতির লোকের বাস। ধর্ম বিশ্বাসের দিক দিয়ে বিশ্বের ৪৭তম বৃহত্তম এই দেশটির অধিকাংশ নাগরিকই খ্রিস্টান। এছাড়া অন্যান্য ধর্মের লোকও রয়েছে। পরিসংখ্যান আকারে এর হিসাবটি হলো- প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান ৪৫%, রোমান ক্যাথেলিক ৩৩%, মুসলমান ১১%, সনাতন ১০% এবং অন্যান্য ২%। দেশটিতে হিন্দু নাগরিকের সংখ্যা নিতান্ত কম নয়। তাদের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে।

পবিত্র রমজান মাসে প্রতি শুক্রবার জুমার নামাজ পড়তে অনেক মুসল্লি মসজিদে যান। ছবিতে কেনিয়ার রাজধানী নাইরোবির একটি মসজিদে জুম্মার নামাজ পড়ার দৃশ্য।

কেনিয়ার রাষ্ট্রীয় ভাষা রাষ্ট্রীয় ভাষা সোয়াহিলি ও ইংরেজি হলেও বেশ কয়েকটি স্বীকৃত আঞ্চলিক ভাষা রয়েছে। এরমধ্যে অন্যতম লুহিয়া। সম্প্রতি সেই লুহিয়া ভাষায় পবিত্র কোরআনুল কারিমের অনুবাদের উদ্যোগ নিলেন কেনিয়ার পাঁচ আলেম। পবিত্র কোরআন নিজেদের ভাষায় বোঝার সুবিধার্থে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

ওই পাঁচ আলেম হলেন- হারুন মুসা, রমজান সাবু, রমজান নাদজা, ইসমাইল ওরাহ ও ইউসুফ মাওলা। তারা নিজেরাই লুহিয়া ভাষায় কোরআনের অনুবাদটি করবেন। শিক্ষাবিদ ও চিন্তাশীল আলেম হিসেবে কেনিয়ায় তাদের বেশ সুনাম রয়েছে।

প্রকল্পের উদ্যোক্তা হারুন মুসা বলেন, ইসলাম ধর্মকে সঠিকভাবে চেনা ও কোরআন সম্পর্কে যথার্থ জ্ঞানার্জনের ক্ষেত্রে ভাষা আমাদের ভাষা বিশাল এক প্রকিবন্ধক হিসেবে কাজ করছে। আমার তা দূর করার চেষ্টা করছি মাত্র।

তিনি আরও বলেন, সাধারণ জনগণ ইসলাম ধর্মকে সম্পূর্ণরূপে বুঝতে পারছে না। ফলে তারা বিভ্রান্ত হচ্ছে। আর এ জন্যই আমাদের মাতৃভাষায় কোরআন অনুবাদ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।
০১ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে