শুক্রবার, ০১ জুলাই, ২০১৬, ১২:৪১:৫৪

সুবহানাল্লাহ, জুমার প্রতি কদমে এক বছরের রোজা ও নামাজের সওয়াব লাভ হয়

সুবহানাল্লাহ, জুমার প্রতি কদমে এক বছরের রোজা ও নামাজের সওয়াব লাভ হয়

ইসলাম ডেস্ক : সপ্তাহে সবচেয়ে ভালো দিন হচ্ছে শুক্রবার। এই দিনটিকে গরীবের হজ বলে থাকেন অনেকে। বাড়ি থেকে মসজিদে গিয়ে নামাজ আদায়ের ক্ষেত্রে অনেক সওয়াব রয়েছে। যেমন রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, যে জুমার দিনে সকাল সকাল গোসল করে এবং (নিজ স্ত্রীকে) গোসল করায় তারপর ইমামের কাছে গিয়ে বসে চুপ করে মনোযোগ দিয়ে খুতবা শোনে, তার প্রত্যেক কদমের বিনিময়ে রয়েছে এক বছরের রোজা ও নামাজের সওয়াব। (তিরমিজি)

হাদিস শরিফে বর্ণিত হয়েছে, জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায়কারীর মতো সৌভাগ্যবান আর কেউ হতে পারে না। কারণ, বান্দা যখন এই নামাজের পর হাত তুলে মুনাজাত করে, তখন মহান আল্লাহ্পাক কোনো অবস্থাতেই তা ফিরিয়ে দেন না। (বাইহাকি শরিফ)

জুমার দিনে ও রাতে বেশি করে দরূদ শরিফ পাঠ করার বিশেষ ফজিলতের কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, জুমার দিনে ও রাতে আমার প্রতি বেশি করে দরূদ শরিফ পাঠ করো। যে ব্যক্তি এরূপ দরূদ শরিফ পাঠ করবে, হাশরের ময়দানে আমি তার জন্য আল্লাহর সামনে সাক্ষ্য প্রদান করব এবং সুপারিশ করব। (বাইহাকি শরিফ)

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে মসজিদে গিয়ে নামাজ আদায় এবং বেশি বেশি করে নেক আমল করার তাওফিক দান করুন। আমীন
০১ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে