শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৪৮:৪৪

একটি অমুসলিম দেশের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এবার হজ করেছে

একটি অমুসলিম দেশের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এবার হজ করেছে

ইসলাম ডেস্ক: ইসলাম ধর্মাবলম্বী অর্থাৎ মুসলমানদের জন্য একটি আবশ্যকীয় ইবাদত হলো পবিত্র হজ পালন করা। এটি ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভ। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য জীবনে একবার হজ পালন করা ফরজ বা আবশ্যিক। আরবি জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ হজের জন্য নির্ধরিত সময়। হজ পালনের জন্য বর্তমান সৌদী আরবের মক্কা নগরী এবং সন্নিহিত মিনা, আরাফাত, মুযদালফা প্রভৃতি স্থানে গমন এবং অবস্থান আবশ্যক। এটি পৃথিবীর সবচেয়ে বড় বাৎসরিক তীর্থযাত্রা। যিনি হজ্জ সম্পাদনের জন্য গমন করেন তাঁকে বলা হয় হাজী।

এবছর বিশ্বের নানা প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র মক্কা মদিনায় জড়ো হয়েছিল। এবার হাজিদের উপস্থিতি ছিলো প্রায় ৩০ লক্ষ। এরই মধ্যে ভারত থেকে সবচেয়ে বেশি মানুষ গিয়েছেন হজে। অমুসলিম এই দেশটি থেকে এ বছর ১ লাখ ৩৬ হাজার মুসলমান পবিত্র হজ পালন করেছেন। দুনিয়ার আর কোনো দেশ থেকে এত বিপুল সংখ্যক হজযাত্রী যাননি।

এদিকে, এবছর পবিত্র হজ পালনের প্রাককালে প্রথম ক্রেন দুর্ঘটনায় পড়ে প্রায় ১০৭ জন হাজী ও দ্বিতীয় দফায় পদদলিত হয়ে প্রায় ৭১৭জন হাজী নিহত হয়েছেন। তবে পদদলিত হওয়ার ঘটনায় ইরান দাবী করেছে মৃতের সংখ্যা ২ হাজার।
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে