বুধবার, ০৬ জুলাই, ২০১৬, ০৩:০৫:৪৮

১৫ বছরের আনুশা রোজা রেখে প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের পর কোরআন পড়েছে, এখন শুধু ‘ঈদ মোবারক’ ধ্বনির অপেক্ষা

১৫ বছরের আনুশা রোজা রেখে প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের পর কোরআন পড়েছে, এখন শুধু ‘ঈদ মোবারক’ ধ্বনির অপেক্ষা

ইসলাম ডেস্ক : প্রতিবেশি দেশ ভারতের রমজান ও ঈদ একটু অন্য রকম হয়ে থাকে। সেখানে এক সুবৃহৎ পরিবারে হয় ঈদ উদযাপন। প্রতিবার রমহান মাসের শেষে ‘ঈদ মুবারক’ ধ্বনিতে ভরে যায় পুরনো দিল্লির অলিগলি। উপছে পড়ে মানুষের আনন্দ।

ঈদের সাজ:
রোজার মাসের শেষে আসে ঈদ-উল-ফিতর। ঈদের আগে সবাই পায় নতুন জামাকাপড়। কাজেই সন্ধ্যায় পুরনো দিল্লির কাপড়ের দোকানগুলোতে থাকে ক্রেতাদের ভিড়।

বিক্রিবাটা:
রমজানের মাসে বহু মুসলমান ব্যবসায়ীর বিক্রিবাটা খুব ভালো হয়৷ তবে বৃষ্টি নামলে খদ্দেরদের সংখ্যা কমে।

ইফতার:
স্কুলের ছাত্রী ১৫ বছরের আনুশা রোজার মাসে প্রতিদিন কোরআন শরিফ পড়ে; সেই সঙ্গে দিনে পাঁচবার নামাজ। তবে সবচেয়ে মজা স্বভাবতই ইফতারের ভুরিভোজ৷

রমজান শেষ হবার পর বর্ষার শুরু:
মোগল আমলে এই পুরনো দিল্লির যে রমরমা ছিল, তা আজ না থাকলেও, রোজার মাসে সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই কলরোল শুরু হয়ে যায়।
৬ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে