বুধবার, ০৬ জুলাই, ২০১৬, ১১:৩০:৪০

যেভাবে আদায় করবেন ঈদের নামাজ

যেভাবে আদায় করবেন ঈদের নামাজ

ইসলাম ডেস্ক : কাল পবিত্র ঈদুল ফিতর।  আনন্দের দিন।  পুরো মাস সিয়াম সাধনার পর এলো খুশির দিন।  দেশ-বিদেশে এখন সার্বজনিন উৎসবে পরিণত হয়েছে ঈদ।  প্রকৃত রোজাদারদের জন্য আল্লাহ তা'য়ালার পক্ষ থেকে ঈদুল ফিতর হচ্ছে বিশেষ পুরস্কার।  একসঙ্গে ঈদ-উল ফিতরের নামাজ আদায় শেষে কোলাকুলি সত্যিই অন্যরকম আনন্দ।

যেভাবে আদায় করবেন ঈদ-উল ফিতরের নামাজ

পবিত্র ঈদুল ফিতরে ছয় তকবিরের সঙ্গে দুই রাকাত নামাজ আদায় করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষের ওপর ওয়াজিব। বিনা কারণে এর নামাজ ত্যাগ করা গোমরাহী। ঈদের নামাজের খুতবা পড়া সূন্নাত আর তা মোক্তাদির জন্য শ্রবণ করা ওয়াজিব।
 
যেভাবে ঈদের নামাজ পড়বেন

প্রথমে নিয়্ত করবেন আরবি না হলে বাংলায় যার অর্থ হবে এরূপ- আমি আল্লাহ তা'য়ালার ওয়াস্তে কেবলামুখি হয়ে এই ইমামের পেছনে অতিরিক্ত ছয় তকবিরের সঙ্গে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজের নিয়্ত করছি।

এরপর কান বরাবর হাত উঠিয়ে আল্লাহু আকবার বলে স্বাভাবিকভাবে নিয়ত বেঁধে ছানা পড়বেন। এরপর ইমামের সঙ্গে অতিরিক্ত তিনবার তাকবির (আল্লাহু আকবার) বলতে হবে। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় তাকবিরে হাত না বেঁধে ঝুঁলিয়ে রাখবেন। শেষ তাকবির বলে হাত বাঁধবেন।

এভাবে এক রাকাত নামাজের পর দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা ও অন্য সূরা পড়া শেষ করবে তখন ইমামের সঙ্গে অতিরিক্ত তিন তকবির করে হাত ঝুঁলিয়ে রাখবেন আর চতুর্থ তকবিরে তথা শেষ তকবিরে হাত না বেঁধে সরাসরি রূকুতে চলে যাবেন।  এভাবে বাকি নামাজ শেষ করবেন।  (ফতোয়া আলমগীরী, ১ম খণ্ড, ১৫০ পৃষ্ঠা)

ঈদের খুতবার আহকাম

নামাজের পর ইমাম সাহেব খুতবা পড়বেন।  জুমার খুতবায় সে সমস্ত কাজ সূন্নাত ঈদের খুতবায়ও তা সূন্নাত। জুমার খুতবা দেওয়ার পূর্বে ইমামের মিম্বরে বসা সূন্নাত আর ঈদের নামাজে খুতবার আগে না বসা সূন্নাত। ঈদের প্রথম খুতবার পূর্বে নয় বার আর দ্বিতীয় খুতবার পূর্বে সাতবার এবং মিম্বর থেকে নামার পূর্বে চৌদ্দবার আল্লাহু আকবার বলা সূন্নাত।

ঈদের মোস্তাহাব

ঈদের দিন ফজরের নামাজ মহল্লার মসজিদে পড়া, ঈদের নামাজের আগে সদকায়ে ফিতর আদায় করা, ঈদের জামাতে যাওয়ার আগে কয়েকটা খেজুর, কিংবা মিষ্টি জাতীয় কিছু খাওয়া, ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া, এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে ফিরে আসা, চুল ও শরীরের প্রয়োজনীয় লোম কাটা, নখ কাটা, গোসল করা, মিসওয়াক করা, ভাল (নতুন) কাপড় পরিধান করা,  খুশবু লাগানো, ঈদের আনন্দ প্রকাশ করা, বেশি করে সদকা দেওয়া, ঈদের আনন্দে অপরের সঙ্গে করমর্দন ও আলিঙ্গন করা, ঈদে যাওয়ার সময় নিচুস্বরে তাকবির পড়া।

হাদিসে আছে, হযরত আনাস (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, মহানবী (সা.) ঈদের দিন কয়েকটা খেজুর না খেয়ে  জামাতে আসতেন না, আর খেজুরের সংখ্যা বেজোড় হতো। (সহিহ বুখারী)
৬ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে