শুক্রবার, ২২ জুলাই, ২০১৬, ১১:১২:০৪

ক্বিরাত ও আযান প্রতিযোগিতায় প্রথম হলেন যারা

ক্বিরাত ও আযান প্রতিযোগিতায় প্রথম হলেন যারা

ইসলাম ডেস্ক : বাংলাদেশ নৌবাহিনীর ৫ দিনব্যাপী বার্ষিক ক্বিরাত ও আযান প্রতিযোগিতা-২০১৬ শুক্রবার শেষ হয়েছে।

 
ঢাকা সেনানিবাস্থ নৌবাহিনী ঘাঁটি হাজী মহসীন মসজিদে এ প্রতিযোগিতার সমাপনী দিনে সহকারী নৌবাহিনী প্রধান (লজিস্টিকস) রিয়ার এডমিরাল মোহাম্মদ সাইফুল কবির প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।  

এসময় ঢাকা নৌ অঞ্চলের পদস্থ কর্মকর্তা এবং বিপুল সংখ্যক নৌসদস্য উপস্থিত ছিলেন।
 
শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির মোট ৩৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
 
ক্বিরাত প্রতিযোগিতায় পেট্রোল ক্রাফট স্কোয়াড্রন দলের এম শিউল ইসলাম এলএস প্রথম, একই দলের এম এম উদ্দিন এলআরও (জি) দ্বিতীয় এবং বানৌজা শহীদ মোয়াজ্জম দলের এম আবদাল হোসেন আরইএন-২/ইউটি তৃতীয় স্থান অধিকার করেন।
 
আযান প্রতিযোগিতায় বানৌজা হাজী মহসীন দলের ওয়াই এ রাসেল এবি প্রথম, ও এম এ আজীজ পিও এবং এম ইউসুফ খান ইআরএ-৪ যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করেন।

বানৌজা মংলা দলের এম টি ইসলাম এলএস তৃতীয় স্থান অধিকার করেন।
২২ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে