রবিবার, ২৪ জুলাই, ২০১৬, ১০:৪০:৪৬

ন্যায় কাজের আদেশ দিলে আল্লাহর রহমত বর্ষিত হয়

ন্যায় কাজের আদেশ দিলে আল্লাহর রহমত বর্ষিত হয়

ইসলাম ডেস্ক : পবিত্র কোরআনে মু’মিনদের বৈশিষ্ট সম্পর্কে বলা হয়েছে, মু’মিন আমানতদার, সত্যবাদী, পরোপকারী, হালাল রুজি উপার্জনকারী, পরিশ্রমকারী ইত্যাদি বৈশিষ্টের অধিকারী হবে। সুতরাং যার মধ্যে ইসলামের সকল বৈশিষ্ট থাকবে কেবল সেই প্রকৃত মুসলমান।

ইসলামের আরেকটি বড় নির্দেশ হচ্ছে ন্যা কাজের আদেশ এবং অন্যায় কাজের নিষেধ। এ সম্পর্কে সূরা আল-ইমরানের ১০৪ নং আয়াতে বর্ণিত হয়েছে :

 وَلْتَكُنْ مِّنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى ٱلْخَيْرِ وَيَأْمُرُونَ بِٱلْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ ٱلْمُنْكَرِ وَأُوْلَـٰئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ

তোমাদের মধ্যে এমন এক দল থাকা উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করবে এবং ন্যায়সঙ্গত কর্মের আদেশ করবে ও অসঙ্গত কর্মে বাধা প্রদান করবে; আর এরাই সফলকাম হবে।

আল-ইমরানের ১১০ নং আয়াতে বর্ণিত হয়েছে: كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِٱلْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ ٱلْمُنْكَرِ وَتُؤْمِنُونَ بِٱللَّهِ وَلَوْ آمَنَ أَهْلُ ٱلْكِتَابِ لَكَانَ خَيْراً لَّهُمْ مِّنْهُمُ ٱلْمُؤْمِنُونَ وَأَكْثَرُهُمُ ٱلْفَاسِقُونَ

তোমরা সর্বোত্তম দল, যাকে মানবজাতির (পথ প্রদর্শনের) জন্য উদ্ভূত করা হয়েছে, তোমরা ন্যায়কর্মের আদেশ দাও এবং অসঙ্গত (ও অপছন্দনীয়) কর্মে বাধা প্রদান কর, আর আল্লাহর প্রতি বিশ্বাস পোষণ কর। এবং যদি গ্রন্থধারীরা (ও তোমাদের ন্যায়) বিশ্বাস আনত তবে তা তাদের জন্য উত্তম (কল্যাণকর) হত; তাদের মধ্যে কিছু সংখ্যক বিশ্বাসী এবং অধিকাংশ অবাধ্য (দুষ্কর্মকারী)।
২৪ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে