বুধবার, ২৭ জুলাই, ২০১৬, ১০:১৫:৪৪

সুদানে পবিত্র কোরআনের জাল কপি জব্দ

সুদানে পবিত্র কোরআনের জাল কপি জব্দ

ইসলাম ডেস্ক : পবিত্র কোরআনের এ সকল জাল কপি একটি আরব দেশ থেকে সুদানে প্রবেশ করেছে। এসকল কোরআন শরিফে আল-আজহার ইসলামিক সেন্টারের জাল সিল ছিল। এছাড়াও এসকল কোরআন শরিফের সাথে হেফজে কোরআন বিশ্ব সংস্থা এবং ইসলামী বিশ্ব সংস্থার ভুয়া সার্টিফিকেট ছিল।

প্রতিবেদন অনুযায়ী, খার্তুম বিমানবন্দর থেকে জব্দকৃত এসকল কোরআন শরিফে অনেক অজানা প্রতীক রয়েছে। পবিত্র কোরআনের জাল কপি জব্দ করার পর সুদানের সংস্কৃতি এবং ধর্ম মন্ত্রণালয়ে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য হস্তান্তর করা হয়েছে।

সুদানের রাজধানী খার্তুমের বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা পবিত্র কুরআনের জাল কপি জব্দ করার খবর জানিয়েছে।

জব্দকৃত কোরআন শরিফের ব্যাপারে সুদানের সংস্কৃতি এবং ধর্ম মন্ত্রণালয় প্রয়োজনীয় গবেষণা করার পর সেগুলো বিলুপ্ত এবং দেশ যাতে আমদানি না হয় সে ব্যাপারে গুরুত্বরোপ করেছে।-ইকনা
২৭ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে