বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬, ১০:৫৯:২৪

জেনে নিন, বিশ্বের ক্ষুদ্রতম হস্তলিখিত কোরআন কোথায় রয়েছে?

জেনে নিন, বিশ্বের ক্ষুদ্রতম হস্তলিখিত কোরআন কোথায় রয়েছে?

ইসলাম ডেস্ক : বিশ্বের ক্ষুদ্রতম হস্তলিখিত কোরআন যা ১১০০ হিজরি অর্থাৎ প্রায় ৩০০ বছর পূর্বে লেখা হয়েছে। দুর্লভ ও মূল্যবান এই কোরআন শরিফটি বর্তমানে বিশ্বের কোন দেশে রয়েছে তা জানার জন্য অনেকে আগ্রহ প্রকাশ করেছে।

ক্ষুদ্রতম হস্তলিখিত এই কোরআন শরিফের দৈর্ঘ্য ১.৪ সেন্টিমিটার। ক্ষুদ্রতম কোরআন শরিফের মধ্যে এটিই সবচেয়ে প্রাচীন কোরআন। ইয়েমেনে এই কোরআন শরিফটির সন্ধান পাওয়া গিয়েছে।

ইয়েমেনের হস্তলিখিত পাণ্ডুলিপি এবং ইয়েমেনে সাংস্কৃতিক ঐতিহ্য পুনর্নির্মাণ কেন্দ্রের প্রধান এ ব্যাপারে গুরুত্বারোপ করে বলেছেন, এই কোরআন শরিফটি ইয়েমেনের কোন অঞ্চলের এবং কে লিখেছেন সে সম্পর্কে এখনো অবগত হওয়া যায়নি।

সময়ের সাথে এবং সঠিক পন্থায় রক্ষণাবেক্ষণের অভাবে এই কোরআন শরিফটি জীর্ণ হয়ে গিয়েছে। কোরআন শরিফের কভার এবং পৃষ্ঠাগুলোয় প্রাচীনতার ভাব রয়েছে। ক্ষুদ্রতম হস্তলিখিত এই কোরআন শরিফটি প্রায় বিলুপ্তের পথে ছিল। বর্তমানে এর সংস্কারের প্রয়োজন রয়েছে, যাতে এই মূল্যবান সম্পদ পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষিত থাকে।

ইয়েমেনের এই ক্ষুদ্রতম রৈখিক কোরআন শরিফের অনন্য নকশা এবং প্রাকৃতিক উদ্ভিদের রঙ ব্যবহার করা হয়েছে।-ইকনা
২৮ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে