বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬, ১১:১১:৪১

সুবহানাল্লাহ, মিশরে স্বর্ণের কালি দিয়ে লেখা হয়েছে পবিত্র কোরআন

সুবহানাল্লাহ, মিশরে স্বর্ণের কালি দিয়ে লেখা হয়েছে পবিত্র কোরআন

ইসলাম ডেস্ক : স্বর্ণের কালি দিয়ে লেখা কোরআন শরিফের পাণ্ডুলিপিটি ২৫শে জুলাই সেদেশের মিনিয়া শহরের সংস্কৃতি প্রাসাদের এক্সিবিশন হলে দর্শনার্থীদের প্রদর্শনের জন্য প্রদর্শিত হয়েছে।

মিনিয়া শহরের সংস্কৃতি প্রাসাদের এক্সিবিশন হলের সভাপতি 'রানিয়া আলাভি' এ ব্যাপারে বলেন, এই প্রদর্শনীতে অন্যান্য মূল্যবান কোরআন শরিফের পাণ্ডুলিপির সাথে স্বর্ণের কালি দিয়ে লেখা কোরআন শরিফের পাণ্ডুলিপিটিও দর্শনার্থীদের প্রদর্শনের জন্য প্রদর্শিত হয়েছে।

তিনি বলেন, বিশ্বের বিখ্যাত ২২ জন ক্যালিগ্রাফিক এবং কারুশিল্পী এই কোরআন শরিফটি লিখেছেন। এদেরে মধ্যে মিশরের ক্যালিগ্রাফিক এবং কারুশিল্পী আহমেদ ফাতহী তালাবাত, আহমেদ আল-কাশিরী, মোহাম্মাদ আল-শাহাবী রয়েছেন।

কালি দিয়ে লেখা কোরআন শরিফের পাণ্ডুলিপিটি লেখার সময় মিনিয়ার সংস্কৃতি প্রাসাদের আরবি ক্যালিগ্রাফি বিভাগ তত্ত্বাবধায়ন করেছে।

প্রতিবেদন অনুযায়ী, উক্ত প্রদর্শনীর বিশেষ অতিথি হিসেবে মিশরীয় ক্যালিগ্রাফি ইউনিয়নের প্রধান 'খুজাইর আল-বুর সায়িদি' এবং মিশরের শিল্পী এবং 'আল-আহরাম' পত্রিকার সাংবাদিক 'মোহাম্মাদ আল-মাগরেবী' উপস্থিত ছিলেন।
২৮ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে