শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬, ১০:৫৮:১৪

শ্রেষ্ঠ স্থাপত্যের খাতে রয়েছে বিশ্বের ১২২টি মসজিদ

শ্রেষ্ঠ স্থাপত্যের খাতে রয়েছে বিশ্বের ১২২টি মসজিদ

ইসলাম ডেস্ক: ‌‘শ্রেষ্ঠ মসজিদের স্থাপত্যে’র আলোকে ‘আব্দুল লতিফ ফৌউজান’ শিরোনামে দ্বিতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রতিযোগিতায় পারস্য উপসাগরীয় দেশসমূহের ১২২টি মসজিদ স্থান পেয়েছে।

প্রতিযোগিতার সচিব ‘ইব্রাহীম আল-নায়িমী’ এ ব্যাপারে বলেছেন, সৌদি আরবের ৭১টি মসজিদ, আমিরাতের ১৫টি মসজিদ, বাহরাইনের ১১টি মসজিদ, আম্মানের ১৪টি মসজিদ, কাতারের ৮টি মসজিদ এবং কুয়েতের ৩টি মসজিদ এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে। এ সকল দেশের মধ্যে সৌদি আরবের সর্বাধিক মসজিদ রয়েছে।

তিনি বলেন: ১২২টি মসজিদের মধ্যে স্থাপত্যের দিকে থেকে যে মসজিদটি শ্রেষ্ঠ হবে, সেই মসজিদে ২০ লাখ সৌদি রিয়াল অনুদান করা হবে।

আল-নায়িমী আরও বলেন, বিচারকমণ্ডলীর উপস্থিতিতে মসজিদ নির্মাণের ইতিহাস এবং মসজিদ নির্মাণ ও স্থাপত্যের দর্শন আলোকে তুরস্কের ইস্তাম্বুলে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে মসজিদসমূহের স্থাপত্য ও শিল্প পরিপ্রেক্ষিতে মূল্যায়ন করা হয়েছে।

তিনি বলেন, আব্দুল লতিফ ফৌউজান' শিরোনামে দ্বিতীয় প্রতিযোগিতায় চারটি বিভাগ তথা কেন্দ্রীয় মসজিদ, জুমার নামাজ আদায়ের মসজিদ, স্থানীয় মসজিদ, ঐতিহাসিক মসজিদ। প্রতিযোগিতার ফলাফল ২০১৭ সালের প্রথম দিকে ঘোষণা করা হবে।

‘শ্রেষ্ঠ মসজিদের স্থাপত্যে’র আলোকে ‘আব্দুল লতিফ ফৌউজান’ শিরোনামে এই প্রতিযোগিতাটি একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা কমিটির সদর দপ্তর সৌদি আরবের পূর্বাঞ্চলের "আল খাবার" শহরে অবস্থিত। বর্তমানে মসজিদের শিল্পকে বিশ্বের নিকট পৌঁছে দেওয়ার জন্য এই প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বলাবাহুল্য, শ্রেষ্ঠ মসজিদের স্থাপত্যে'র আলোকে প্রথম প্রতিযোগিতা ২০১৪ সালে অনুষ্ঠিত হয়েছে। শেখ আব্দুল লতিফ ফৌউজান সৌদি আরবের অর্থবানদের মধ্যে অন্যতম। তিনি সামাজিক সেবা দর্শন বিভাগ থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন এবং শেখ আব্দুল লতিফ ফৌউজান হচ্ছেন এই প্রতিযোগিতার মূল স্পন্সর। -ইকনা
২৯ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে