শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬, ১০:৩৫:৪৭

মিশর থেকে হস্তলিখিত মূল্যবান কোরআন পাচার কালে গ্রেফতার দুই

মিশর থেকে হস্তলিখিত মূল্যবান কোরআন পাচার কালে গ্রেফতার দুই

ইসলাম ডেস্ক : মিশরের এক পাচারকারী বেশ কয়েক খণ্ড মূল্যবান ও প্রাচীন কোরআন শরিফ সেদেশ থেকে বিদেশে পাচার করতে চেয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে মিশরের সামরিক বাহিনী পাচারকারীর বাড়ী থেকে মূল্যবান কোরআন শরিফগুলো জব্দ করেছে।

ইরাকের বংশোদ্ভূত ৫৫ বছর বয়সী 'মোহাম্মাদ মুয়েদ আল-আরাকী' মিশরের 'আল-আজুযা' এলাকায় বসবাস করেন। সিরিয়ার নাগরিক ইব্রাহীম আহমেদ আল-কুর্দি'র সহযোগিতায় এই হস্তলিখিত কোরআন শরিফ সমূহ বিদেশে পাচার করতে চেয়েছিল।

মিশরের সামরিক বাহিনীর সদস্যরা ২১শে জুলাই এই দুই পাচারকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারের সময় মোহাম্মাদ মুয়েদ আল-আরাকী'র বাড়ী সার্চ করে বেশ কয়েক খণ্ড হস্ত লিখিত পবিত্র কোরআন জব্দ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, মোহাম্মাদ মুয়েদ আল-আরাকী দীর্ঘ দিন ধরে প্রাচীন পুরাকীর্তি ও কোরআন শরিফের পাণ্ডুলিপি পাচারের সাথে জড়িত রয়েছে এবং এই কাজে সহযোগিতা করার জন্য ৪৭ বছর বয়সী ইব্রাহীম আহমেদ আল-কুর্দি দীর্ঘদিন ধরে তার বাড়ী যাতায়াত করত।

মোহাম্মাদ মুয়েদ আল-আরাকীর বাড়ী সার্চ করার সময় দুটি স্বর্ণমুদ্রা পাওয়া গিয়েছে, যা ইসলামের প্রথম যুগের অন্তর্গত। এছাড়াও লাইব্রেরীর সন্ধান পাওয়া গিয়েছে, যেখানে পবিত্র কোরআনের অনেক তাফসির এবং ফিকাহ শাস্ত্রের অনেক গ্রন্থ ছিল।

হস্তলিখিত কোরআন শরিফ যা ১২৫৮ সালে লেখা হয়েছে। ১১ সেন্টি মিটার প্রস্ত ও ২৩ সেন্টি মিটার দৈর্ঘ্যের একটি প্যাকেটে এই কোরআন শরিফটি রাখা ছিল এবং ১৬ সেন্টি মিটার প্রস্ত ও ২৩ সেন্টি মিটার দৈর্ঘ্যের অপর একটি লাল রঙ্গের প্যাকেটে পবিত্র কোরআন হস্তলিখিত কয়েক পারা বিশিষ্ট বেশ কয়েকটি খণ্ড রয়েছে। এছাড়াও সামরিক বাহিনী বেশ কয়েকটি হস্ত লিখিত কোরআন শরিফ জব্দ করেছে।-ইকনা
২৯ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে