সোমবার, ০১ আগস্ট, ২০১৬, ১০:২২:৫৪

মরদেহ বহনের সময় মৃত ব্যক্তি যা বলে তা শুনলে মানুষ বেহুশ হয়ে যেত

মরদেহ বহনের সময় মৃত ব্যক্তি যা বলে তা শুনলে মানুষ বেহুশ হয়ে যেত

ইসলাম ডেস্ক : মানুষ মৃত ব্যক্তির নামাজে জানাজার পর মরদেহ নিয়ে যখন কবরস্থানে দিকে রওনা হয় তখন মৃত ব্যক্তি মানুষকে আহ্বান করে- কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা জানতে চায়।  কিন্তু মানুষ তা শুনতে পায় না।  অন্যান্য জীবজন্তু শুনতে পায়।  

এ ব্যাপারে হাদিসে এসেছে- হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহ আনহু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, ‌‘যখন মৃত ব্যক্তিকে পুরুষরা কাঁধে করে নিয়ে যায়, তখন যদি মৃত ব্যক্তি নেককার হয়, তাহলে সে বলে, আমাকে পৌঁছে দাও।  আর যদি বদকার হয়, তাহলে বলেন, হায় আফসোস! একে কোথায় নিয়ে যাচ্ছে ওরা।  মানুষ ব্যতীত সবাই তার আর্তনাদ শুনতে পাবে।  আর মানুষ যদি তা শুনতো তবে বেহুশ হয়ে যেত।  (বুখারি)

হাদীসে এসেছে—

আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : ‘মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন তার সব আমল বন্ধ হয়ে যায়।  কিন্তু তিনটি কাজের ফল সে পেতে থাকে—
১. সদকায়ে জারিয়াহ (এমন দান যা থেকে মানুষ অব্যাহতভাবে উপকৃত হয়ে থাকে)
২. মানুষের উপকারে আসে এমন ইলম (বিদ্যা)
৩. সৎ সন্তান, যে তার জন্য দোয়া করে।[মুসলিম ও নাসায়ী]

এ হাদীস দ্বারা বুঝে আসে যে, সন্তান যদি সৎ হয় ও পিতা-মাতার জন্য দোয়া করে তবে তার ফল মৃত পিতা-মাতা পেয়ে থাকেন।

আল্লাহ তা’য়ালা আমাদের তাঁর প্রিয় বান্দা হওয়ার তাওফিক দান করুন।  আমিন।
১ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে