মঙ্গলবার, ০২ আগস্ট, ২০১৬, ০৯:৫৩:১০

ইসলামী স্থাপত্যকলার জন্য বিখ্যাত এই মসজিদটি তৈরি করেন তিমুরীরের স্ত্রী

ইসলামী স্থাপত্যকলার জন্য বিখ্যাত এই মসজিদটি তৈরি করেন তিমুরীরের স্ত্রী

ইসলাম ডেস্ক : ইসলামী স্থাপত্যকলার ইতিহাসে একটি বিষয় বেশ গুরুত্বের দাবি রাখে। তাহলো মসজিদ এবং সেগুলোর স্থাপত্যশৈলী পর্যালোচনা। মসজিদ এবং তার চমৎকার স্থাপত্য সমকালের একনিষ্ঠ বর্ণনাকারী। এগুলোর সুন্দর নির্মাণরীতি থেকেই অনুমান করা যায় মুসলমান জাতি কতটা সৌন্দর্যপ্রিয়।

ইরানের ইস্ফাহান নগরীতে রয়েছে বেশকিছু ঐতিহাসিক ও আকর্ষণীয় মসজিদ। এগুলোর মধ্যে শেখ লুৎফুল্লাহ মসজিদ, ইমাম মসজিদ, জামে মসজিদ, জুম’আ মসজিদ ও গওহারশদ মসজিদের নাম বিশেষভাবে উল্লেখ্যযোগ্য।

এছাড়া, বিখ্যাত মসজিদের মধ্যে রয়েছে আগা নূর মসজিদ, হাকিম মসজিদ, মোহাম্মাদ জাফর আবাদী মসজিদ, রহিম খান মসজিদ, রোকন-উল মুলক মসজিদ ও সাইয়্যেদ মসজিদ।

গওহারশদ মসজিদটি টাইলসের কাজ, লতাপাতার কারুকাজ আর সুন্দর নকশার জন্যে বিখ্যাত। নবী বংশের ইমাম হযরত রেযা (আ.) এর মাযারের দক্ষিণে এই মসজিদটি নির্মিত হয়েছে। এই মসজিদের ভেতরে যেসব কারুকাজ করা হয়েছে সেগুলোকে তৈমুরী আমলের অনন্য কাজের নিদর্শন হিসেবে মনে করা হয়।

চার বারান্দা বিশিষ্ট এই মসজিদটি পুরোপুরিই ইরানী স্টাইলে নির্মিত। শাহরুখ তিমুরীরের স্ত্রী গওহারশদ খাতুনের আদেশে ১৪১৮ খ্রিষ্টাব্দে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। ইরানের বিখ্যাত স্থপতি কাওয়াম উদ্দিন শিরাযির তত্ত্বাবধানে মসজিদটি নির্মিত হয়। এই ভদ্রমহিলার আদেশে এই মসজিদটির মতোই আরেকটি মসজিদ নির্মিত হয়েছিল আফগানিস্তানের হেরাতে। সেখানেই তাঁকে দাফন করা হয়েছে। -পার্সটুডে
০২ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে