মঙ্গলবার, ০২ আগস্ট, ২০১৬, ০৫:০৫:০৪

আলহামদুলিল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করলেন জার্মান রাজনীতিবিদ

আলহামদুলিল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করলেন জার্মান রাজনীতিবিদ

ইসলাম ডেস্ক : জার্মানের কট্টর ডানপন্থী এনডিপি (ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি)র সাবেক উপদেষ্টা ওয়াভের্নার ক্লেইন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মুসলিম অভিবাসীদের ঘোর বিরোধী ছিল জার্মানের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি।

ক্লাউন এক সময় অভিবাসন বিরোধী হিসেবে বিখ্যাত ছিলেন, আর তিনিই এখন সিরিয়া, ইরাক ও আফগানিস্তান থেকে আসা অভিবাসীদের একজন বড় সমর্থক।

মুসলমান হওয়ার পর ওয়াভের্নার ক্লেইন তার নাম পরিবর্তন করে ইব্রাহীম রেখেছেন। ধর্মান্তরিত হওয়ার ব্যাপারে সম্প্রতি তিনি বিল্ড সংবাদপত্রের এক সাক্ষাতকারে বলেন, 'জার্মানির বিখ্যাত কবি জোহান উল্ফগান ভন যোথের নবী মোহাম্মদ (সা.) এর প্রশংসা করে লেখা এক কবিতা পড়ে এবং ইসলাম ধর্মকে অধিক জানার জন্য পবিত্র কোরআন পাঠ করার মাধ্যমে আমর নিকট সকল সত্য স্পষ্ট হয় এবং ইসলামের প্রতি আসক্ত হয়ে পরি। অবশেষে ইসলামের ধর্মে দীক্ষিত হই।'

তিনি বলেন, ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করার পর আমার নীতি আদর্শেও পরিবর্তন আসে। ইসলাম ও মুসলিম বিরোধী কট্টর ডানপন্থী যে দলটির আমি সদস্য ছিলাম তার সাথে সম্পর্ক ছিন্ন করাকেই আমি যথেষ্ট মনে করি না। আমি আমার অতীত চিন্তা ধারা পরিবর্তনে আরো বৃহত্তর পরিসরে কাজ করতে চাই। আর তার জন্য আমি অভিবাসীদের সাহায্য করতে শুরু করি।

ক্লাউন ২০১৪ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং এরফলে তাকে ছেড়ে তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে চলে যায়। তারপর থেকে ক্লাউন ১৮ থেকে ৩০ বছর বয়সী ৪ জন শরণার্থীকে তার বাড়ীতে আশ্রয় দেয়। তাদেরকে তার পরিবারের সদস্য হিসেবে দেখেন।-ইকনা
২ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে