শুক্রবার, ০৫ আগস্ট, ২০১৬, ০৯:১৮:৪৮

৮৫ বছরে নিরক্ষর নায়িমা কুরআনের হাফেজ

 ৮৫ বছরে নিরক্ষর নায়িমা কুরআনের হাফেজ

ইসলাম ডেস্ক: ফিলিস্তিনের ৮৫ বছরের নিরক্ষর নায়িমা ওহবী সুলতান নিজের দৃঢ় সংকল্প ও ইচ্ছার কারণে সম্পূর্ণ কুরআন হেফজ(মুখস্থ) করতে সক্ষম হয়েছেন।

নায়িমা ওহবী সুলতান তার সমবয়সীদের সাথে মসজিদে যেতেন এবং যখন শিক্ষার্থীদের জন্য শিক্ষিকা তিলাওয়াত ও হেফজের ক্লাস নিতেন তখন তিনি মনোযোগ দিয়ে শুনতেন। এই মনোযোগের কারণেই তিনি কুরআনের হাফেজ হতে সক্ষম হয়েছেন।

নায়িমা ওহবী সুলতান বলেন, আমি গৃহিণীদের নিকট আহ্বান জানাচ্ছি, তারা যেন তাদের সন্তানদেরকে পবিত্র কুরআনের আদর্শে লালন-পালন করেন।

প্রসঙ্গত, ফিলিস্তিনের ‘আল-খালিল’ শহরে ১৯৩১ সালে নায়িমা ওহবী সুলতান জন্মগ্রহণ করেন।-ইকনা
৫ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে