রবিবার, ০৭ আগস্ট, ২০১৬, ০১:৪৬:০৯

শ্রমিকের ঘাম শুকানোর আগেই বেতন দিয়ে দিন : সৌদির গ্র্যান্ড মুফতি

শ্রমিকের ঘাম শুকানোর আগেই বেতন দিয়ে দিন : সৌদির গ্র্যান্ড মুফতি

ইসলাম ডেস্ক: সৌদির গ্র্যান্ড মুফতি শেইখ আবদুল আজিজ আল আশেইখ মুসলিম বিশ্বের অন্যতম প্রাণ-স্বরুপ।  শ্রমিকদের অধিকার নিয়ে পবিত্র-কোরআন ও হাদিসের আলোকে কথা বলেছেন তিনি।

তিনি বলেছেন, শ্রমিক যদি তার মজুরি ঠিক সময়ে না পায় তবে তাদের দক্ষতা কমে যায়। তাদের মধ্যে অপরাধ এবং অনৈতিক কাজের প্রতি ঝোঁক বেড়ে যায়।

এই বিজ্ঞ আলেম এই বিষয়ে সচেতন করেছেন। সৌদির গ্র্যান্ড মুফতি আরো বলেন, চাকরি দেয়ার আগে মালিক পক্ষ শ্রমিকদের সঙ্গে এই মর্মে চুক্তি করেন যে, প্রতি মাসের বেতন তাদের সময়মত পরিশোধ করা হবে।

আর সেখানে মালিকপক্ষ বেতন দিতে যদি বিলম্ব করে তবে সেটা হবে খুবই অনৈতিক। বেতন সঠিক সময়ে না পেলে শ্রমিক এবং তাদের পরিবারের ওপর এর বিরূপ প্রভাব পড়ে।

সৌদির গ্রান্ড মুফতি এ বিষয়ে মহানবী হযরত মুহাম্মদ (স:) এর একটি হাদিসের ব্যাখ্যা প্রদান করেন। মুহাম্মদের (স.) একটি হাদিস উল্লেখ করে গ্র্যান্ড মুফতি বলেন, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার মজুরি পরিশোধ করে দাও।

এ হাদিসের ব্যাখ্যায় তিনি বলেন, সঠিক সময়ে পারিশ্রমিক না পেলে ভুক্তভোগীরা জালিয়াতি এবং দুর্নীতির দিকে ধাবিত হয়। এতে করে সমাজে বড় ধরনের বিপর্যয় নেমে আসে।

এক সুধী সমাবেশে তিনি ঘুষের বিষয়েও ব্যাখ্যা দেন। ঘুষের বিপক্ষে সবার লড়াই করা উচিৎ বলে মন্তব্য করেন গ্রান্ড মুফতি শেইখ আবদুল আজিজ আল আশেইখ।
৬ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে