জামালপুর : ভারত থেকে বন্যার পানিতে ভেসে আসা বন্যহাতি ‘বঙ্গ বাহাদুরের’ ময়নাতদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে এ কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন সরিষাবাড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইয়্যেদ এ জেড মুর্শেদ আলী।
কমিটির সদস্যরা হলেন কক্সবাজারের ডুলা হাজরা সাফারি পার্কের ভেটেনারি সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, গাজীপুর সাফারি পার্কের ভেটেনারি সার্জন ডা. নিজামুদ্দিন ও সরিষাবাড়ি পশু সম্পদ কর্মকর্তা ডা. বিদ্যুত কুমার সাহা।
বিকেল ৪টায় কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হাতিটির ময়নাতদন্ত সম্পন্ন করবেন বলে জানিয়েছেন তিনি।
এর আগে মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে হাতিটি মারা যায়।
বাংলাদেশ বন বিভাগের সাবেক বন সংরক্ষক কর্মকর্তা ড. তপন কুমার দে জানান, উদ্ধার হওয়া ভারতীয় হাতিটিকে নিয়ে গত কয়েকদিন ধরে বিপাকে পড়েন বন বিভাগের কর্মকর্তারা।
তিনি জানান, সোমবার তৃতীয় দফা টাংকুলাজারের মাধ্যমে আটক করার পর ২৪ ঘণ্টা পার না হতেই মারাত্মক অসুস্থ হয়ে পড়ে হাতিটি। ক্রমশ ঝিমিয়ে পড়তে থাকে। এরপরই ভোরে মারা যায় হাতিটি।
এদিকে বন বিভাগের দায়িত্ব অবহেলার কারণেই হাতিটি মারা গেছে বলে অভিযোগ তুলেছেন জামালপুরের সরিষাবাড়ি উপজেলার সোনাকান্দ এলাকার বাসিন্দারা। তারা দফায় দফায় বিক্ষোভও করেন।
১৬ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম