জামালপুর : ঈদুল আজহার দ্বিতীয় দিন আজ বুধবার সকালে জামালপুর সরকারি শিশু সদনে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নামে একটি গরু কোরবানি করা হয়েছে।
এর উদ্যোক্তা জেলা মুক্তিযোদ্ধা সংসদ। এ উপলক্ষে সকালে শিশু সদন মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম খোকা।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডেপুটি কমান্ডার সুজাত আলী ফকির, শিশু সদনের উপ তত্ত্বাবধায়ক মো. নকিব উদ্দিন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাংবাদিক আজিজুর রহমান ডল প্রমুখ।
আলোচনাপর্ব শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
পরে তাদের নামে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে সরকারি শিশু সদনে উপস্থিত ১০২ জন এতিমের জন্য একটি গরু কোরবানি করা হয়।
১৪ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম