শনিবার, ১০ অক্টোবর, ২০১৫, ০৮:৫৬:৩৬

কালিমা পড়িয়ে রেজিস্ট্রিবিহীন বিয়ের দিন শেষ : মির্জা আজম

কালিমা পড়িয়ে রেজিস্ট্রিবিহীন বিয়ের দিন শেষ : মির্জা আজম

জামালপুর : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বাল্যবিয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে।  দোষীদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেয়া হবে।  এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না।  মেয়ের বয়স না হতেই বিয়ে দেয়ার ব্যবস্থা করা হয়।

শনিবার জামালপুরে মিনা দিবস উপলক্ষে আয়োজিত শিক্ষা মেলায় এসব কথা বলেন তিনি।

জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস এ মেলার আয়োজন করে।

মির্জা আজম বলেন, বয়স না হতেই কালিমা পড়িয়ে রেজিস্ট্রিবিহীন বিয়ের দিন শেষ।  এরপরও যদি কোনো মোল্লা এবং কাজি রেজিস্ট্রিবিহীন বিয়ে পড়ায় তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।  

তিনি বলেন, সরকার নারীদের বিনামূল্যে সর্বোচ্চ শিক্ষার ব্যবস্থা গ্রহণের সুযোগ করে দিয়েছে।  যে কারণে দেশের নারীরা শিক্ষা গ্রহণ করে বিভিন্ন কর্মক্ষেত্রে আজ প্রতিষ্ঠিত হচ্ছে।  দেশের শিক্ষিত নারীরা বাল্যবিয়ে রোধে নিজেরাই প্রতিবাদ করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার নিজাম উদ্দিন, সিভিল সার্জন ডা. মো. মোশায়ের উল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কিবরিয়া, জেলা শিক্ষা অফিসার প্রমুখ।

এর আগে শহরের বৈশাখী মেলার মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে টেনিস ক্লাব মাঠে এসে শেষ হয়।  আলোচনা সভার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

১০ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে