স্কুলছাত্র বন্ধুকে হত্যার পর রান্নাঘরে মাটিচাপা
জামালপুর : বন্ধুর হাতে খুন হয়েছে তারই বন্ধু। হত্যার পর তাকে নিজ বাড়ির রান্নাঘরে মাটিচাপা দেয় বন্ধু। ঘটনাটি ঘটেছে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার আলোকদিয়া গ্রামে।
নিখোঁজ হওয়ার ১৯ দিন পর স্কুলছাত্র হাবিবুর রহমানের (১৬) গলিত লাশ উদ্ধার করে পুলিশ। বুধবার গভীর রাতে জেলার মেলান্দহ উপজেলার আলোকদিয়া গ্রামে শাহিন মিয়ার বাড়ির রান্নাঘরের মাটির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের বন্ধু পারভেজকে (২২) গ্রেফতার করা হয়েছে।
হাবিবুর রহমান মেলান্দহ উপজেলার বজরদ্দিপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে এবং মালঞ্চ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। অন্যদিকে পারভেজ আলোকদিয়া গ্রামের শাহিন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২ অক্টোবর রাতে মোবাইলে ফোন করে হাবিবুর রহমানকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পারভেজ। এরপর ছেলের সন্ধান না পেয়ে ৫ অক্টোবর মেলান্দহ থাকায় সাধারণ ডায়েরি করেন পিতা আব্দুল হাকিম।
পরে বুধবার দুপুরে সন্দেহজনক হাবিবুর রহমানের বন্ধু পারভেজকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে বলে জানান জামালপুর জেলা পুলিশ সুপার নিজাম উদ্দিন।
তিনি জানান, স্কুলছাত্র হাবিবুর রহমানকে শ্বাসরোধে হত্যা করে আলোকদিয়া নিজ বাড়ির রান্নাঘরের মাটির নিচে লাশ চাপা দিয়ে রাখে পারভেজ।
২২ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর
�