শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫, ০৬:০২:১২

মেয়েদের বিয়ে নিয়ে সতর্ক করলেন মির্জা আজম

 মেয়েদের বিয়ে নিয়ে সতর্ক করলেন মির্জা আজম

জামালপুর : ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ে নিয়ে সতর্ক করলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। তিনি বলেছেন, বাবা-মা অল্প বয়সে মেয়েকে বিয়ে দিয়ে প্রতিবাদ করতে পারে না। তিনি বলেন, তাই সরকার মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর বাধ্যতামূলক করেছে। ১৮ বছরের নিচে বিয়ে দিলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। শনিবার মীনা দিবস উপলক্ষে জামালপুরে আয়োজিত মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, বর্তমান সরকার নারী শিক্ষা এবং উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। নারীরা আজ ছেলেদের সঙ্গে সমানতালে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। আয়োজিত মেলায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ রেজাউল করিম হীরা, পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কিবরিয়া, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল আলিম প্রমুখ। ৩১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে