জামালপুর থেকে : জামালপুরের দেওয়ানগঞ্জে বুধবার রাত ৮টায় ২৯ যাত্রীসহ নৌকাডুবির ঘটনায় নিখোঁজ শিশুকন্যা মমতাকে বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীর তীর থেকে ১২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
শিশুটিকে নদীতে ভাসতে দেখে পারভিন বেগম নামের স্থানীয় এক বাসিন্দা উদ্ধার করেন। সারারাত যমুনা নদীতে ভেসে থাকা মমতা এখন সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন জানান, দুপুর ১২টা পর্যন্ত জ্ঞান না থাকায় শিশুটির পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছিলো না। ১২টার পর জ্ঞান ফিরলে সে জানায়, তার নাম মমতা আকতার বিথী, বাবার নাম মইন উদ্দিন, বাড়ি জামালপুরে। এরপর আবারো জ্ঞান হারায় মমতা।
ত্রাণ নিয়ে বাড়ি ফেরার পথে মমতাদের বহনকারী নৌকা টিনের চর এলাকায় ডুবে যাবার পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় এ পর্যন্ত জীবিত উদ্ধার হয়েছে ২৩ জন। ৮ বছর বয়সী একজন শিশুসহ এখনো নিখোঁজ ওই নৌকার ৬ যাত্রী।