শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯, ১২:১২:০৭

জামালপুরে আকস্মিক টর্নেডোতে ব্যাপক ক্ষয়ক্ষতি

জামালপুরে আকস্মিক টর্নেডোতে ব্যাপক ক্ষয়ক্ষতি

জামালপুর থেকে : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আকস্মিক টর্নোডোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টর্নোডোতে নাজির হোসেন (৪৮) নামে এক কৃষক মারা গেছেন। 

তিনি দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিনের বাছেদপুর গ্রামের কাজিম উদ্দীনের ছেলে। বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে হঠাৎ টর্নেডো শুরু হয়। এ সময় কৃষক নাজির উদ্দিন কালাকান্দা বাজারে যাচ্ছিলেন।

ঝালোরচর ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় তীব্র বাতাস তাকে এক প্রকার উড়ে নিয়ে গিয়ে একটি পিলারের সঙ্গে ধাক্কা দেয়। এ অবস্থায় সেখানেই মারা যান তিনি।
 
সবুজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. রিয়াজুল হক বলেন, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ প্রচণ্ড বেগে হাতিভাঙ্গা, কাঠারবিল, বাছেদপুর, সবুজপুর ও দপরপাড়াসহ অন্যান্য স্থানে টর্নেডো আঘাত হানে। 

এতে নাজির উদ্দিন নামে এক কৃষক মারা যাওয়া ছাড়াও এলাকার ১০টি বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। এলাকার শতাধিক গাছপালা ও বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে