নিউজ ডেস্ক : জামালপুরের সদ্য সাবেক ডিসির অফিস সহকারী সানজিদা ইয়াসমিন সাধনার গ্রামের বাড়ি জেলার মাদারগঞ্জ উপজেলার শুকনগরী গ্রামে। তার বাবার নাম খাইরুল ইসলাম। মায়ের নাম কুমকুম বেগম। এই দম্পত্তি নিঃসন্তান হওয়ার কারণে দত্তক নেয় সাধনাকে। সাধনার মাথায় চুল নেই, যার কারণে মাথা ঢেকে রাখে হিজাবে। সাধনার মাথায় চুল নেই, ঢেকে রাখেন হিজাবে। কোন একটা রোগের কারণে ছোট বয়সেই তার মাথার চুল ও ভ্রু উঠে যায়।
অপ্রাপ্ত বয়সেই বিয়ে হয় সাধনার। মাদারগঞ্জের জোনাইল গ্রামের জাহিদুল ইসলাম ফরহাদ তার প্রথম স্বামী। বেসরকারি কোম্পানীতে চাকরি করতো সে। পূর্ণ নামে এক পুত্র সন্তানের জন্ম হয়। বিয়ের আগে থেকেই সাধনা নানা অ'নৈতি'ক কাজে লি'প্ত থাকার অভিযোগ পাওয়া যায়। যার কারণে স্বামীর সঙ্গে তার বনিবনা ছিলনা। এর মধ্যেই ২০০৯ সালে তার স্বামী ফরহাদ আ'কস্মি'কভাবে মা'রা যায়। তার মৃ'ত্যু নিয়ে তখন নানান কানাঘুষা শুরু যায়। স্বামীর মৃ'ত্যুর পরে সাধনা স্বপরিবারে অর্থাৎ পালিত বাবা মায়ের সঙ্গে জামালপুর শহরের বগাবাইদ বোর্ডঘর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতে থাকেন। এ সময়েই তার উ'চ্ছৃঙ্খ'ল চলাফেরা নজর কাড়ে এলাকাবাসীর।
চেয়ারম্যান মোজাম্মেল হক ভোগলা বলেন, গত দুই দিন ধরে আমার কাছে বিভিন্ন মহল থেকে জানতে চাওয়া হচ্ছে সাধনা সম্পর্কে। আমার ইউনিয়নের ভোটার তিনি নন। আমি যতটুকু জানি, ১৯৯০ সালের বন্যার সময় খাইরুল ইসলাম নামের এক লোক এই মেয়েকে নিয়ে শুকনগরী গ্রামে আসেন এবং বেশ কয়েক বছর বসবাস করেন। খাইরুলের সংসারে কোন সন্তান জন্ম না নেয়ায় এই মেয়েকে কারো কাছ থেকে দত্তক নেয়। মেয়েটার বিয়ে হয়েছিল। স্বামী মা'রা গেছে। একটি সন্তানও আছে তার।
চেয়ারম্যান আরও বলেন, আমি লোক মাধ্যম শুনেছি স্বামী মা'রা যাওয়ার পরে এক যুবকের সাথে প্রেম সম্পর্কে জড়ান এবং এই ঘটনা জানাজানির পর তরা স্ব-পরিবারে জেলা শহরে চলে যান। সেখানেই বর্তমানে বসবাস করছেন।