সোমবার, ২৬ আগস্ট, ২০১৯, ১০:৫৭:২৮

অফিস কর্মকর্তাদের সাথে নিয়ে নিজের সেই আপত্তিকর ভিডিও নিজেই দেখলেন ডিসি!

অফিস কর্মকর্তাদের সাথে নিয়ে নিজের সেই আপত্তিকর ভিডিও নিজেই দেখলেন ডিসি!

জামালপুর থেকে : নারী অফিস সহকর্মীর সঙ্গে আপত্তিকর সম্পর্কে জড়ানোর ঘটনায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হওয়া জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীর নিজ অফিস কর্মকর্তাদের সাথে নিয়ে নিজের ভিডিও নিজেই দেখছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটি ভাইরাল হয় বলে নিশ্চিত হওয়া গেছে। ছবিতে দেখা যায়, ওএসডি হওয়া ডিসি আহমেদ কবীর নিজ অফিসের কর্মকর্তাদের সাথে নিয়ে নিজের আপত্তিকর সেই ভিডিও দেখছেন। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 

অনেকে এই ছবি ফেসবুকে পোস্ট দিয়ে ওএসডি হওয়া ডিসি আহমেদ কবীরের রুচিবোধ নিয়ে প্রশ্ন তুলছেন। এই ছবির বিষয়ে আকাশ নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ডিসি আহমেদ কবীর নিজের ভিডিও নিজের অফিসের লোকদের সাথে নিয়ে দেখে কুরুচির প্রকাশ করেছেন। অবিলম্বে এই নষ্ট ডিসি সাহেবের শাস্তি হওয়া জরুরি।

অপর এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও ছড়িয়ে ভার্চুয়াল জগতটাকে নষ্ট করে ফেলা হচ্ছে। ডিসি কবীরের লাজ-লজ্জা কিছু নেই বলেই নিজ অফিসের স্টাফদের নিয়ে নিজের অপকর্মের ভিডিও দেখছেন। উনার শাস্তি হওয়া উচিত।

এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, নারী অফিস সহকর্মীর সঙ্গে আপত্তিকর আচরণের ঘটনায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হওয়া জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীর ছিলেন মাস্তিপ্রিয়। তিনি সময়-সুযোগ পেলেই গানের আসর বসাতেন। 

ওই আসরে খালি গলায় নিজেও গান গাইতেন। তার গানের এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। উনার রুচিবোধ নোংরা বলেই নিজ অফিসের কর্মচারীদের নিয়ে নিজের অপকর্মের ভিডিও দেখার মত বাজে কাজটি করতে বিবেকে বাধে নি।

এর আগে জানা যায়, বৃহস্পতিবার নারী সহকর্মীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর রোববার আহমেদ কবীরের গানের ভিডিওটি ভাইরাল হয়। এতে দেখা যায়, একটি বাসাবাড়িতে বসে ডিসি আহমেদ কবীর গান গাইছেন। সেখানে উপস্থিত কয়েকজন তার গান শুনছেন। কেউ কেউ তা মোবাইল ফোনে ভিডিও করেন।

সম্প্রতি জামালপুরের সাবেক ডিসি আহমেদ কবীরের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে ডিসি আহমেদ কবীরের সঙ্গে তার অফিসের এক নারীকর্মীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়।

বৃহস্পতিবার মধ্য রাতে খন্দকার সোহেল আহমেদ নামে একটি ফেসবুক আইডি থেকে জেলা প্রশাসকের আপত্তিকর ভিডিওটি পোস্ট করা হয়। যদিও বিষয়টি অস্বীকার করে ঘটনাটি ‘সাজানো’ বলে দাবি করেন ডিসি আহমেদ কবীর। ওই ঘটনায় জামালপুরসহ সারা দেশের মানুষের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় রোববার জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরকে ওএসডি করা হয়। তার বদলে নতুন ডিসি হিসেবে নিয়োগ পান পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ এনামুল হক। ঘটনা তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পাঁচ সদস্যের তদন্ত কমিটিতে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) মুশফিকুর রহমানকে আহ্বায়ক করা হয়েছে। 

আদেশে কমিটিকে প্রকাশিত ভিডিওটির সঠিকতা যাচাই করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এ ছাড়া কমিটি প্রয়োজনে সরেজমিন পরিদর্শন করবে এবং ভিডিওটি যাচাইয়ের বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নেবে। কমিটিতে প্রতিবেদনে সুস্পষ্ট মতামত দিতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ প্রমাণিত হলে জামালপুরের ডিসি থেকে ওএসডি হওয়া আহমেদ কবীরের বিরুদ্ধে ‘উদাহরণ সৃষ্টির মতো’ শাস্তির ব্যবস্থা হবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। রোববার সচিবালয়ে তিনি বলেন, ‘অবশ্যই উদাহরণ সৃষ্টি করার মতো শাস্তি হবে। আমাদের চাকরির বিধানে কঠোর ব্যবস্থা নেয়ার সুযোগ রয়ে গেছে। সেটিই হবে।’

বি:দ্র: ছবিটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে