ডিসির সঙ্গে আপত্তিকর ভিডিও, অবশেষে মুখ খললেন সাধনার মা। জামালপুরের প্রাক্তন জেলা পেশাসক (ডিসি) আহমেদ কবীর এবং নারী অফিস সহকর্মী সানজিদা ইয়াসমিন সাধনার সঙ্গে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় এখন দেশজুরে সমালোচনার ঝড়।
ইতিমধ্যে এ ঘটনায় আহমেদ কবীরকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। তার জায়গায় নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. এনামুল হক। রবিবার (২৫ আগস্ট) এ সংক্রান্ত পৃথক দুটি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এদিকে ডিসি আহমেদ কবীরের সঙ্গে নিজের মেয়ের আপত্তিকর ভিডিওচিত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার (২৭ আগস্ট) মুখ খুললেন সাধানার মা নাসিমা বেগম।
তিনি গণমাধ্যমকে বলেন, এ ঘটনার পর থেকে আমার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। ও এখন কারও সঙ্গে কথা বলতে চাচ্ছে না আপনারা প্লিজ ওকে ডিস্টার্ব করবেন না ওর একটা ছেলে আছে ছেলেটাকে নিয়ে ওকে বাঁচতে দিন।