জামালপুর থেকে : জামালপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল হক বলেছেন, আমি জনগণের সেবা করতে এখানে এসেছি। কাজেই জনগণের জন্য আমার অফিসের দরজা সব সময় খোলা থাকবে।
বুধবার কাজে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন জামালপুরের নতুন জেলা প্রশাসক।
ডিসি মোহাম্মদ এনামুল হক বলেন, জনগণের সেবা করার জন্য আমাদের পেছনে কোটি কোটি টাকা খরচ করে বিদেশ থেকে প্রশিক্ষণ দিয়ে এনেছে সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, তোমাদের দায়িত্ব হচ্ছে জনগণের সেবা করা। আমি সেবা দিতেই এখানে এসেছি।
তিনি বলেন, একজন সাধারণ নাগরিক আমার চেয়ারে বসতে পারবেন। নাগরিকদের সেবা করার জন্যই আমি কাজ করে যাব। আমার অফিসের দরজা বন্ধ থাকবে না, সব সময় নাগরিকদের জন্য খোলা থাকবে।
তিনি আরও বলেন, সাংবাদিক ও প্রশাসন উভয়েরই লক্ষ্য দেশের উন্নয়নে কাজ করা। আমরা সেভাবেই কাজ করে যাব। যেখানে প্রশাসনের নজর পৌঁছাবে না আপনারা সেখান থেকে তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন।
ডিসি এনামুল হক বলেন, আমার অফিসে প্রতি সপ্তাহে একদিন সাধারণ মানুষের সঙ্গে গণশুনানি হবে। আমি সরাসরি মানুষের কথা শুনব এবং কোনো সমস্যা থাকলে সমাধান করব।