জামালপুর থেকে : জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরের সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়া সেই অফিস সহায়ক (পিয়ন) আবারও পাঁচদিনের ছুটির আবেদন করেছেন।
বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে ডিসির সভাকক্ষ থেকে বের হয়ে আগামী রবিবার থেকে নতুন করে পাঁচদিনের ছুটির আবেদন করেন তিনি। দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ওই নারীকে জিজ্ঞাসাবাদ করেন ডিসি কেলেঙ্কারির ঘটনা তদন্তে গঠিত কমিটির সদস্যরা।
এর আগে অভিযুক্ত অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনা সভাকক্ষে তদন্ত কমিটির সঙ্গে কথা বলেন। এর পরই জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ করেন তিনি। এর আগেও দুদিনের ছুটি কাটান সানজিদা।
এর আগে বেলা ১১টার দিকে তদন্ত কমিটির সদস্যরা জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পৌঁছায়। তদন্ত দলের সদস্যরা ডিসি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এরপর ওই নারীর সঙ্গে কথা বলেন তারা।
বৃহস্পতিবার দুপুরে মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব ড. মুশফিকুর রহমানের নেতৃত্বে ৫ সদস্যর তদন্ত দল জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছায়। এই কমিটি ডিসির সঙ্গে সাধনার কেলেঙ্কারীর বিষয়ে তদন্ত করেন।
তদন্তের শুরুতেই তারা জেলা প্রশাসকের বিশ্রাম কক্ষ পরিদর্শন করেন, যেখানে ওই ভিডিওটি হয়। এর পর ডিসি অফিসের সভাকক্ষে ঘটনার সঙ্গে জড়িত সানজিদার সঙ্গে বলেন তদন্ত কমিটি। পরে তদন্ত কমিটির সদস্যরা জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।