জামালপুর: জামালপুরে বকশীগঞ্জ উপজেলায় কবর খুঁড়ে নারীর কঙ্কা'ল চু'রির সময় এক যুবককে আ'টক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। তার নাম সহি উদ্দিন (৩৫)। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বগারচর ইউনিয়নের উত্তর সারমারা গ্রামে এ ঘটনা ঘটে।
আ'টক সহি উদ্দিন একই ইউনিয়নের টালিয়াপাড়া গ্রামের সিরাজুল হকের ছেলে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে উত্তর সারমারা গ্রামের কবরস্থান থেকে ৯ মাস আগে মা'রা যাওয়া এক নারীর কবর থেকে কঙ্কা'ল চু'রি করে নিয়ে যাচ্ছিলেন সহি উদ্দিন। এ সময় সারমারা বাজারের পাহারাদার কঙ্কা'লসহ সহি উদ্দিনকে আট'ক করেন।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন তাকে গ'ণপিটু'নি দিয়ে বুধবার সকালে বকশীগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করেন।
বকশীগঞ্জ থানার ওসি মো. হযরত আলী জানান, ক'ঙ্কাল চু'রির অভিযোগে ওই যুবককে আ'টক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।