‘নিজের ভোটও পেলেন না তিনি’
জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর পৌরসভায় নিজের ভোটও দিতে পারেননি জাতীয় পার্টির মেয়র প্রার্থী খন্দকার হাফিজুর রহমান বাদশা। জামালপুর জিলা স্কুল কেন্দ্রের ভোটার ছিলেন তিনি।
তিনি বলেন, সকাল ১০টার পর ভোট দিতে কেন্দ্রে যাই। গিয়ে দেখি, আমার ভোট দেয়া হয়ে গেছে। শুধু বাদশাই নয়, খাইরুন্নেছা-ইসহাকই নন, এবারের পৌরসভা নির্বাচনে প্রার্থী থেকে শুরু করে সাধারণ ভোটার পর্যন্ত বহু মানুষই এরকম কেন্দ্রে গিয়ে জেনেছেন, তার ভোট দেয়া হয়ে গেছে।
অনেককে কেন্দ্রেই ঢুকতে দেয়া হয়নি। কেন্দ্রে ঢুকলেও অনেককে লাঠিপেটা দিয়ে বের করে দেয়া হয়েছে। আবার অনেক ভোটারকে সরকারদলীয় পোলিং এজেন্টকে দেখিয়ে সিল দিতে হয়েছে। ফলে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি তিনি।
জামালপুর সদরের বিএনপি মেয়র প্রার্থী অ্যাডভোকেট শাহ ওয়রেছ আলী মামুন অভিযোগ করেছেন, সকাল থেকেই ৪২ কেন্দ্রের ৩৯টি থেকেই তার পোলিং এজেন্টদের বের করে দিয়ে জোর করে সিল মারে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকরা। তিনি তার নিজের ভোটও দিতে পারেননি বলে জানান।
৩১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম
�