মঙ্গলবার, ০৭ ডিসেম্বর, ২০২১, ০৫:৪৮:০৩

জেলা আওয়ামী লীগ থেকে ডা. মুরাদ হাসানকে বহিষ্কার

জেলা আওয়ামী লীগ থেকে ডা. মুরাদ হাসানকে বহিষ্কার

জামালপুর থেকে : কখন তিনি ডাক্তার, কখনও তিনি প্রতিমন্ত্রী আবার কখনও বা রকস্টার। এক এক সময়ে এক এক অবতারে সামনে আসলেও সম্প্রতি বিতর্কীত মন্তব্যের জেরে সব অবতারের সমাপ্তি ঘটতে চলেছে। সর্বশেষ জামালপুর জেলা আওয়ামী লীগের পদ থেকে ডা. মুরাদ হাসানকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন। আজ মঙ্গলবার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি খালেদা জিয়া ও তার নাতনি জাইমা রহমানকে নিয়ে ফেসবুক লাইভ আলোচনায় কুরুচিকর মন্তব্য করে ব্যাপক সমালোচনায় পড়েন ডা. মুরাদ। এরপর সামাজিকমাধ্যমে ভাইরাল হয় নায়িকা মাহির সঙ্গে তার আপত্তিকর ফোনালাপ। এর মধ্যেই আরেক ভিডিও আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেত্রীদের নিয়েও তিনি অপমানজনক বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে। 

এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলে দল ও দলের বাইরে। এর জেরে গতকাল সোমবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম থেকে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান মুরাদ হাসান। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে