জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আসন্ন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। গরু জবাই করে নিজ কর্মী-সমর্থকদের ভুরিভোজ করানোর সময় এসিল্যান্ড এসে জরিমানা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জানুয়ারির ৫ তারিখে দেওয়ানগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই জন্য বিভিন্ন প্রার্থীরা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। চরআমখাওয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য পদের প্রার্থী মো. তারা মিয়া (ডালিম) শনিবার দুপুরে প্রায় ১ হাজার কর্মী-সমর্থকদের নিয়ে তার ফুটবল মার্কার মিছিল করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দুপুরে গরু জবাই করে তাদের ভুরিভোজের আয়োজন করেন খানাপিনার বিষয়টি ইউনিয়নের সর্বত্র ছড়িয়ে পড়ে।
গরুর গোশত দিয়ে সবাইকে খিচুরি রান্না করে প্যাকেট করে হাতে হাতে তুলে দেওয়া হয়।
ভুরিভোজের সংবাদ পেয়ে দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাত বিকেল আনুমানিক ৪টার দিকে ঘটনাস্থলে গিয়ে হাজির হন এবং অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়াও আরো একটি স্থানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জোয়াহের হোসেন খানসহ পুলিশ উপস্থিত ছিল।