বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ১১:৪৬:১২

মেসিকে জামালপুরের সরিষাবাড়ীতে আনতে দাওয়াত দিয়ে চিঠি!

মেসিকে জামালপুরের সরিষাবাড়ীতে আনতে দাওয়াত দিয়ে চিঠি!

এমটিনিউজ২৪ ডেস্ক : পাঁচ গরু ও পাঁচ ছাগল জবাই দিয়ে মিল্লি ভাতের দাওয়াত দিতে আর্জেন্টিনা জাতীয় দলের ফুটবল দল ও মেসিকে দাওয়াত দিয়ে চিঠি দিয়েছেন আর্জেন্টিনা সমর্থক মাসুদুর রহমান। বুধবার (১৫ মার্চ) বিকেলে বনানী বি ব্লকের ২৩ নম্বর সড়কে আর্জেন্টিনা দূতাবাসে আমন্ত্রণপত্র জমা দেন তিনি।

মাসুদুর রহমান জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চর ধানাটা গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি ঢাকার তেজগাঁও কলেজের অনার্স তৃতীয় বর্ষে শিক্ষার্থী।

জানা যায়, ২০২২ কাতার বিশ্বকাপ ফুটবল খেলা চলাকালীন সময় ১৮ নভেম্বর শুক্রবার জামালপুরের সরিষাবাড়ীতে এক হাজার ৬০ ফুট দৈর্ঘ্যের লম্বা পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে পতাকাটি পৌর এলাকার ট্রাক পরিবহন মোড় থেকে শুরু করে পৌরসভা, শিল্পকলা, ডাকবাংলো হয়ে টাঙিয়ে দেওয়া হয় এবং আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে পাঁচ গরু ও পাঁচ ছাগল জবাই দিয়ে জামালপুরের ঐতিহ্য মিল্লি ভাত খাওয়ানোর গণভোজ করার ঘোষণা দেন মাসুদ।

এ ছাড়া আর্জেন্টিনার প্রতিটি খেলায় তার পক্ষ থেকে নানা আয়োজনে খেলা দেখার পাশাপাশি খাবারের আয়োজনের ব্যবস্থা করা হয়েছিল। এবার ঘোষণা বাস্তবায়ন করতে সেই মিল্লি ভাতের গণভোজে মেসি ও তার দলের সব খেলোয়াড়ের দাওয়াত দিতে বুধবার আর্জেন্টিনা দূতাবাসে আমন্ত্রণপত্র দেন মাসুদ।

মাসুদুর রহমান জানান, শোভাযাত্রা থেকে ঘোষণা দেওয়া পাঁচ গরু ও পাঁচ ছাগল জবাই দিয়ে গণভোজের অনুষ্ঠানটি সম্পন্ন করতে চান। আমরা চাই মেসি ও তার ফুটবল টিমের খেলোয়াড়রা তারিখ নির্ধারণ করে আমাদের জানিয়ে আমার আমন্ত্রণ গ্রহণ করে সবাই সরিষাবাড়ী উপজেলায় আসবেন। মেসি ও তার খেলোয়াড়দের উপস্থিতিতে পাঁচ গরু ও পাঁচ ছাগল জবাই দিয়ে গণভোজের আয়োজন করতে চান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে