বৃহস্পতিবার, ০৮ জুন, ২০২৩, ০৮:১৮:৩৭

বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ, উল্টো হাতে বিশেষ মোনাজাত

বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ, উল্টো হাতে বিশেষ মোনাজাত

এমটিনিউজ২৪ ডেস্ক : টানা কয়েকদিনের দাবদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষের জীবন। এই গরমে কষ্ট পাচ্ছে পশু-পাখিরাও। দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য প্রার্থনা করছেন ধর্মপ্রাণ মানুষ। এ অবস্থায় জামালপুরেও বৃষ্টি চেয়ে ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

৮ জুন, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জামালপুর কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে এ বিশেষ নামাজ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহণ করেন হাজারো মুসল্লি। এ নামাজে ইমামতি করেন শহরের বড় মসজিদের খতিব মুফতি আব্দুল্লাহ।

মুসল্লি ও স্থানীয়রা জানান, নামাজ শেষে রহমতের বৃষ্টির জন্য মোনাজাত করা হয়। উল্টো হাতে এই মোনাজাত করা হয়। এর মানে হলো- এখন দেশে যে অবস্থা বিরাজ করছে আল্লাহ যেন সে অবস্থা পরিবর্তন করে দেন। দেশজুড়ে যে দাবদাহ ও গরম পড়েছে তা যেন কমিয়ে দেন। আল্লাহ যেন রহমতের বৃষ্টি নাজিল করেন।

স্থানীয় মুসল্লি মমতাজ উদ্দিন বলেন, দিনভর প্রচণ্ড গরম, বিদ্যুতও থাকে না। এরমধ্যে অনেক দিন বৃষ্টি নেই। তাই আল্লাহর কাছে একটু বৃষ্টির আশায় আমরা নামাজ আদায় করেছি।

সোলায়মান নামে একজন বলেন, এই গরমে শুধু মানুষ নয়, পশু-পাখিরাও কষ্ট পাচ্ছে। এটা এক ধরনের বড় দুর্যোগ। তাই এই দুর্যোগ থেকে রক্ষা পেতে আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। নামাজ ও মোনাজাত করে আমরা আল্লাহর কাছে বৃষ্টি চেয়েছি। সৃষ্টিকর্তা রহমত বর্ষণ করবেন বলে আশা করছি।

মাওলানা মুফতি মনিরুল ইসলাম বলেন, তীব্র তাপপ্রবাহে মানুষ অস্থির হয়ে পড়েছে। অনাবৃষ্টি ও দুর্ভিক্ষের সময় মহানবী (সা.) সাহাবিদের নিয়ে ইসতিসকার নামাজ আদায় করেছিলেন। তাই আমরাও আজ এই নামাজ আদায় করলাম। এই অবস্থার যেন পরিবর্তন হয় সে জন্য উল্টো হাতে মোনাজাত করে আল্লাহর কাছে প্রার্থনা করলাম।

এদিকে আজ রাজধানী ঢাকাসহ দেশের ৬ বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে