সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ০৪:০৩:০০

ডা. মুরাদ হাসানের মার্কা ঈগল

ডা. মুরাদ হাসানের মার্কা ঈগল

বিনোদন ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসন থেকে ডা. মুরাদ হাসান স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে লড়াই করবেন। 

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে মুরাদ হাসানের ঈগল প্রতীক বরাদ্দ পাওয়ার খবরটি নিশ্চিত করেছেন মুরাদ হাসানের ব্যক্তিগত সহকারী জাহিদ নাঈম।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ সারা দেশে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক নেওয়ার পর থেকেই ভোটের মাঠে পুরোদমে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। তবে সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে।

জামালপুর-৪ আসনে থেকে এবারের নির্বাচনে লড়বেন ৭ জন প্রার্থী। এরা হলেন- বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের তারিখ মেহেদী, তৃণমূল বিএনপির মো. সাইফুল ইসলাম, স্বতন্ত্র থেকে আব্দুর রশিদ, জাতীয় পার্টি মো. আবুল কালাম আজাদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের গোলাম মোস্তফা জিন্নাহ, আওয়ামী লীগের মাহবুবুর রহমান ও স্বতন্ত্র  প্রার্থী ডা. মুরাদ হাসান।

জামালপুর-৪ আসন সরিষাবাড়ী উপজেলা নিয়ে গঠিত। এ উপজেলায় ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৯ হাজার ১৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪২ হাজার ৩৩৩ জন। আর নারী ভোটার রয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৪ জন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে