বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪, ১০:৩৫:২২

মাইকিং করে সংঘর্ষের প্রস্তুতি!

মাইকিং করে সংঘর্ষের প্রস্তুতি!

এমটিনিউজ২৪ ডেস্ক : জামালপুরের ইসলামপুরে মাইকে ঘোষণা দিয়ে লাঠিসোঁটা নিয়ে দুই গ্রামবাসী প্রস্তুতি নেয় সংঘর্ষের। এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের আগ্রাখালী ও আকন্দপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন আগ্রাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নৌকা ও কাঁচি প্রতীকের সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। নির্বাচনের ১০ দিন পর গতকাল মঙ্গলবার বিকেলে আকন্দপাড়া এলাকায় কাঁচি প্রতীকের সমর্থক লূৎফর কাজী গংদের সঙ্গে নৌকা প্রতীকের সমর্থক আসাদুল হক আশা মেম্বারের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এর জেরে কাঁচি প্রতীকের সমর্থক লূৎফর কাজীর দলের সদস্যরা সন্ধ্যায় মাইকিং করে দুই এলাকার মধ্যে সংঘর্ষের ঘোষণা দেন। এরপর সকালে দুই এলাকার মানুষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেন। এ সময় পুলিশ গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ আনে।

এ বিষয়ে লুৎফর কাজী জানান, কে বা কারা মাইকিং করেছে। সেটা তিনি জানেন না। পারিবারিক শত্রুতার জেরে ঘটনাটি ঘটেছে। দুইপক্ষের সঙ্গে আলোচনা  শেষে বিষয়টি মীমাংসা করার জন্য সময় নির্ধারণ করা হয়েছে।

ইসলামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, ওই দুই এলাকার লোকজনের মধ্যে পূর্বের শত্রুতার জেরে এ সংঘর্ষের প্রস্তুতি নিয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে